6:26 pm , July 29, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেছেন, নগরীতে নৌকার জয়জয়কার। যে কারণে বিএনপি এখন ভয় পাচ্ছে, তারা বিমর্ষ। আমরা নিজেদেরকে স্বার্থক মনে করছি। কেননা নগরীতে আওয়ামী লীগের অবস্থান এখন অনেক শক্ত। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর সোহেল চত¡ের বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্বাচনের বিষয়ে আমরা আশাবাদী, আমাদের অবস্থানও ভালো। বিএনপি সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ করেছেন। কিন্তু মূলত তো তারা বিশৃঙ্খলা করছে নির্বাচনকে ঘিরে। তারা ২৭নং ওয়ার্ডে আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে। বিএনপি প্রার্থীর সহধর্মিনী আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়েছেন। বিএনপি প্রার্থী বলেছে যে হয়রানী করছে তাদের নেতাকর্মীদের। কিন্তু নির্বাচন শুরু হলে অপরাধীরা নির্বাচনী এলাকায় ঢুকে নানা অপকর্ম করার তৎপরতা করে। সেক্ষেত্রে বিভিন্ন আসামীদের গ্রেপ্তার করতেই পারে। লেভেল প্লেয়িং ফিল্ড আমরাও চাই। সুষ্ঠ নির্বাচন হবে এবং এর পরিবেশও রয়েছে। শান্তিপূর্ন পরিবেশে ভোট সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুলাল আরো বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ রয়েছে। আর আমাদের কোনো বহিরাগত নেই। নির্বাচন হবে নগরীর মানুষের অংশগ্রহণে। আর শনিবার আমরা পুলিশের অনুমতি নিয়ে পথসভা করেছি। এখানে নির্বাচন কমিশনের চোখে এটা খারাপ হয়েছে তাই তারা শোকজ করেছেন। সংবাদ সম্মেলনে ইতিহাস ও শিক্ষাবিদ সিরাজউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, আফজালুল করিম, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।