আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে -সংবাদ সম্মেলনে অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে -সংবাদ সম্মেলনে অভিযোগ - ajkerparibartan.com
আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে -সংবাদ সম্মেলনে অভিযোগ

6:11 pm , July 27, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী ও তার সমর্থকদের বিরদ্ধে। গতকাল শুক্রবার বিকালে নগরীর সোহেল চত্বরস্থ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মহানগর আওয়ামী লীগের নেতারা। লিখিত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এই যাবৎকাল পর্যন্ত বিএনপি প্রার্থী অর্থাৎ ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের ৯টি অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই অভিযোগগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়া বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যে নৌকার প্রার্থীর পোস্টার ছিড়েছে, প্রকাশ্যে মিছিল ও শো-ডাউন করেছে। উঠান বৈঠকের নামে প্রকাশ্যে জনসভা করেছে, সরকারি অফিসের সামনে এবং জনগনের চলাচলের বিঘœ ঘটিয়ে রাস্তার পাশে নির্বাচনী অফিস নির্মান করেছে। বরিশালের বিভিন্ন অঞ্চলের খুনী ও সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে কয়েক’শ মোটরসাইকেল সহকারে নগরীর সদর রোডের মত জায়গায় মহড়া দিয়েছে। ’ জাহাঙ্গীর তার লিখিত বক্তেব্যে আরো বলেন, ‘বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের স্ত্রী সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে শিক্ষকদের মাঝে বক্তব্য রেখেছে এবং ৩০ জুলাইয়ের পরে সকলকে দেখিয়ে দেওয়ার হুমকি প্রদান করেছেন। তিনি আমাদের প্রচারের মাইক থামিয়েও প্রচারকারীকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। ’ তিনি বলেন, ‘মজিবর রহমান সরোয়ার ইতিপূর্বে এই সিটি’র মেয়র ছিলেন। তিনি এমপি এবং হুইপও ছিলেন। কিন্তু এমন কোনো দৃশ্যমান কর্মকান্ড উনি দেখাতে পারবেন না যার ফলে জনগন তাকে ভোট দেবেন। বরং মেয়র থাকাকালীণ বরিশালের মানুষ তাকে মি: টেন পার্সেন্ট হিসেবেই জানতেন। এছাড়া বর্তমান মেয়র ব্যর্থতা এবং আমাদের দলীয় মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দক্ষতা ও আধুনিক বরিশাল গড়ার ঘোষনা ইতিমধ্যে বরিশালের মানুষের মন জয় করেছে। ’ তিনি বলেন, ‘বিএনপি’র সন্ত্রাসীরা সিলেটে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা আশংকা করছি তারা বরিশালেও এমন কিছু করতে পারে। তবুও আমরা আশাবাদী বরিশালের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুলভাবে জয়ী করবে। ’ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT