আওয়ামীপন্থী পুলিশ পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে-মীর্জা আব্বাস আওয়ামীপন্থী পুলিশ পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে-মীর্জা আব্বাস - ajkerparibartan.com
আওয়ামীপন্থী পুলিশ পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে-মীর্জা আব্বাস

7:11 pm , July 26, 2018

নিজস্ব প্রতিবেদক॥ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, বরিশাল থেকে নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ উধাও হয়ে গেছে। মাত্র কয়েক দিনের মধ্যে আওয়ামী লীগ ও আওয়ামী পন্থি পুলিশ পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে। এ পর্যন্ত আমাদের ২৫ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপি নেতা-কর্মীদের হুমকি এবং তাদের জেলে পুড়ে দিয়ে আওয়ামী লীগ উল্লাস করছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর সদর রোডে বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি’র নির্বাচনের প্রধান সমন্বয়কারী মীর্জা আব্বাস এসব কথা বলেছেন।

তিনি বলেন, জেলা উপজেলা থেকে নগরীর সীমান্ত এলাকার সশস্ত্র লোক জড়ো করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা অস্ত্রের মহড়া দিচ্ছে। তাদেরকে পুলিশ আটক না করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। বিভিন্ন স্থানে ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে নেতা-কর্মীদের বাঁধা দেয়া সহ ধরে নিয়ে যাচ্ছে। বুধবার এক রাতে পুলিশ আমাদের ১৫ জন নেতা-কর্মীকে কোন অভিযোগ ছাড়াই অকারনে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে নগরীর কাউনিয়া ভাটিখানায় গণসংযোগকালে ৬ কর্মীকে গ্রেপ্তার করে তারা। গণসংযোগকালে ১০নং ওয়ার্ডে বিএনপি কর্মী আবুল বাশার, ১৪নং ওয়ার্ডের রুবেল ও ১২নং ওয়ার্ডের আরো এক কর্মীকে গ্রেপ্তার করে তারা। ৩০নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি জসিমের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দিয়েছে। এমনকি ওই মামলায় ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মোট কথা বুধবার রাত থেকে আওয়ামী লীগ পুলিশ বরিশালে ত্রাসের রাজত্ব কায়েম করে ভৌতিক অবস্থার সৃষ্টি করেছে।

তিনি বলেন, বিএনপি পন্থি কাউন্সিলর প্রার্থীদের অর্থের লোভ দেখিয়ে বসানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পুলিশ দিয়ে তাদের হয়রানি করছে। এসব কারনে নেতা-কর্মীদের মধ্যে পুলিশের গ্রেপ্তার ও হামলা-মামলার আতংক বিরাজ করছে। তাই নেতা-কর্মীরা লুকিয়ে আছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আশা করেছিলাম একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। কিন্তু ওনাদের কথা ঠিক নেই, এখন নির্বাচন কমিশন আমাদের অভিযোগ নিতে চায় না।

মীর্জা আব্বাস বলেন, আওয়ামীলীগ গাড়িতে স্টীকার লাগাচ্ছে, ঠেলাগাড়িতে করে নৌকা নিয়ে যাচ্ছে, নৌকার গেট সাজানো হচ্ছে, নৌকা বানিয়ে আলোকসজ্জা করেছে। তারা আচরন বিধি মানছে না। কিন্তু তাদের কিছু হচ্ছে না। বরিশালের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান পৌরমেয়ররা অস্ত্রধারী ক্যাডারদের নিয়ে বরিশালের বিভিন্ন বাসায় অবস্থান করছে। যার বড় প্রমান কিছুদিন আগে লঞ্চ ঘাটে অস্ত্র নিয়ে একটি ঘটনা। বরিশালে এখনো অস্ত্রের মহড়া ঘটছে। তারা ভোটের দিন ভোট কেন্দ্রে দেখাবে ভোটার আছে নয়তো কোন ঝামেলা করবে। তাই আমি আশা করছি আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তার করে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়ে মীর্জা আব্বাস বলেন, আমাকে হোটেল থেকে নেমে যাওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। আমাদের যদি চলে যেতে হয়, তবে যেন ভোটারবিহীন বহিরাগত সবার বেলায় এ আইন কার্যকর হয়।

তিনি বলেন, বিএনপিকে অত্যাচার করে পরাস্থ করা যাবে না। নেতা-কর্মীরা ভয়-ভীতি ও হুমকি-ধামকীর মধ্যেও অটুট মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে এবং যাবে। বরিশালে বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরওয়ারকে অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে কষ্ট করে কাজ করতে হচ্ছে। গ্রেপ্তারিটা আমি মনে করি বিএনপি নেতা-কর্মীদের জন্য খুশির সংবাদ। কারন আওয়ামী লীগ বিএনপি নেতা-কর্মীদের এতোটাই ভয় পেয়েছে যে বিএনপি’র লোক বাহিরে থাকলে তারা নির্বাচনে কারচুপি করতে পারবে না। নেতা-কর্মীদের উপর হামলা-মামলা এবং ভয়ভীতি দেখানো হোকনা কেন নির্বাচনের দিন মাটি কামড়ে হলেও ভোট গণনার শেষ সময় পর্যন্ত মাঠে থাকার ঘোষনা দেন মীর্জা আব্বাস।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT