আচরনবিধি লংঘনের অভিযোগে তিন মেয়র প্রার্থীকে শোকজ আচরনবিধি লংঘনের অভিযোগে তিন মেয়র প্রার্থীকে শোকজ - ajkerparibartan.com
আচরনবিধি লংঘনের অভিযোগে তিন মেয়র প্রার্থীকে শোকজ

6:30 pm , July 22, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আচারনবিধি লংঘনের অভিযোগে বরিশাল সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিএনপির মজিবর রহমান সরোয়ার এবং চরমোনাই পীরের দল’র মাওলানা ওবাইদুর রহমান মাহবুবকে কারন দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। হেভিওয়েট এই তিন মেয়র প্রার্থীর বিরুদ্ধে সরকারী কর্মকর্তাদের নিয়ে বৈঠক, সমর্থকদের কুপিয়ে হত্যার ভয়-ভীতি ও ধর্মীয় প্রপাগান্ডা ছড়ানোর পৃথক অভিযোগ পেয়ে ওই নোটিশ দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান বলেন, গত ১৮ জুলাই নৌকা প্রতিকের আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শেবাচিম হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং চিকিৎসকের নিয়ে বৈঠক করেন। আচরনবিধি লংঘনের মত এমন বিষয়টি তাদের নজরে আসে। প্রতিদ্বন্দী মেয়র প্রার্থীরাও এ বিষয়ে অভিযোগ করেছেন। যে কারনে মেয়র প্রার্থী সাদিককে ৩ কার্যদিবসের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ১৮ জুলাই ধানের শীষের মেয়র প্রার্থীর সমর্থকরা নৌকার সমর্থককে দা দিয়ে কুপিয়ে হত্যার ভয় ভীতি দেখিয়েছেন। আচরন বিধি লংঘনের এমন অভিযোগের প্রেক্ষিতে বিএনপির মেয়র প্রার্থী সরোয়ারকেও কারন দর্শাতে বলা হয়েছে। হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব গনসংযোগকালে ভোটারদের মাঝে বক্তব্য দেন যে ইসলাম বিরোধীদের ভোট দিলে কবিরা গুনাহ হবে। এ বিষয়টি ইউটিউব ও পত্রিকায় প্রকাশ হয়েছে। এধরনের আচারনবিধি লংঘনের দায়ে হাতপাখার মেয়র প্রার্থী ওবাইদুর রহমানকেও শোকজ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: হেলাল উদ্দিন বলেন, শোকজের জবাব যাচাই বাছাই করে মেয়র প্রার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

তবে আ’লীগের মেয়র প্রার্থীর পক্ষে মহানগর আ’লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. অফজালুল করিম বলেন, তাদের মেয়র প্রার্থী শোকজের কোন চিঠি এখনও পাননি। চিঠি পেলে এর জবাব দেয়া হবে। তিনি দাবী করেন, অন্যসব মেয়র প্রার্থীরা নানাভাবে আচারনবিধি লংঘন করছেন। এজন্য তারাও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা লিগ্যাল এইড উপ কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. মহসিন মন্টু বলেন, তার দলের মেয়র প্রার্থী এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা শোকজ করেছেন এমন কোন চিঠি পাননি। চিঠি পেলে যথাযথ জবাব দেয়া হবে। তিনি বলেন, বিএনপির সমর্থকদের হামলা, মামলা দেয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কাছে এমকন বেশ কিছু অভিযোগ তারা দিয়েছেন।

হাতপাখা প্রতিকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর মিডিয়া সমন্বয়ক কে এম শরিয়াতুল্লাহ বলেন, তারা রিটার্নিং কর্মকর্তার শোকজের চিঠি পাননি। তার দল ইসলামী কোন প্রপাগান্ডও ছড়াচ্ছেন না। তাদের প্রার্থীর দাবী- ইসলাম বিরোধীদের ভোট দেয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধে ভোট দেয়া। এটি কবিরা গুনা বলে তারা মনে করেন। এটি ধর্মীও ফতোয়া বলে তিনি দাবী করেছেন। এদিকে গতকাল রোববারও নগরীর বিভিন্ন স্থানে গনসংযোগ করেন মেয়র প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গতকাল গাজীপুরের সদ্য নির্বাচিত মেয়রকে নিয়ে সদর রোডসহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এসময় তিনি উন্নয়নের স্বার্থে নৌকায় ভোটর দেয়ার জন্য ভোট চান। বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার নগরীর ১৫ নং ওয়ার্ড এর নিউ সার্কুলার রোড, ফরেস্টার বাড়ি, মনসুর কোয়ার্টার, ৭ নং ওয়ার্ড ও ৩০ নং ওয়ার্ডে গনসংযোগ করেছেন। এসময় সরোয়ার বলেন, গ্রেফতার হামলা করে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বিনস্ট করা হচ্ছে। তিনি ভোটারদের কেন্দ্র পাহাড়া দেয়ার আহবান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT