5:51 pm , July 18, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। তাই আগামী ২৭ জুলাই দিবাগত রাত ১২টার আগে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এই নির্দেশনা বরিশাল জেলা নির্বাচন অফিস ও রির্টানিং অফিসারকে পাঠানো হয়েছে। ভোটার ব্যতীত অন্য কোনো এলাকার বাসিন্দা করপোরেশনের সীমানার ভেতরে অবস্থান নিতে পারবেন না। বহিরাগতদের ভোট এলাকা ছাড়ার নির্দেশনা ইতিমধ্যে প্রচার করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বেশকিছু বিষয় নিশ্চিত করার জন্যও বলেছে সংস্থাটি।
বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে ২৭ জুলাই দিবাগত রাত ১২টার পর থেকে ৩১ জুলাই পর্যন্ত বহিরাগত ভোটাররা নির্বাচনী এলাকায় থাকতে পারবে না। তবে যারা কর্মজীবী তাদের এলাকায় অবস্থান করতে কোনো অসুবিধা হবে না। তবে বাইরে চলাফেরার জন্য প্রয়োজন হলে তাদের কাজের প্রমাণপত্র দেখাতে হবে। পরে বহিরাগতরা ১ আগস্ট থেকে আবার নির্বিঘেœ চলাচল করতে পারবেন।
বরিশাল সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার হেলাল উদ্দিন খান বলেন, নির্বাচন আইন অনুযায়ী সকল নির্বাচনেই বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ২৭ জুলাই শুক্রবার রাত ১২টা থেকে ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। তিনি বলেন, ২৭ তারিখের আগেই এ বিষয়ে মাইকিং করা হবে। প্রার্থীদের জানিয়ে দেয়া হয়েছে। এছাড়া সংবাদ কর্মীদের মাধ্যেও প্রচার করা হচ্ছে।