জাতীয় নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাইনা-সাদিক আব্দুল্লাহ জাতীয় নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাইনা-সাদিক আব্দুল্লাহ - ajkerparibartan.com
জাতীয় নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাইনা-সাদিক আব্দুল্লাহ

6:36 pm , July 16, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ দিনভর নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণা করেছেন আ’লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক অব্দুল্লাহ। গতকাল সোমবার বরিশাল জেলা জজ আদালতে আইনজীবীর জানাজার নামাজে অংশ নেন তিনি । এরপর আদালত পাড়ায় আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। পরে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন । এ সময় তিনি সাংবাদিকদের বলেন বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়নে ১০০ বছরের মাস্টারপ্লান নেয়া হবে। আমি মাস্টার প্লান উন্নয়নে কাজ করব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বারবার বলে আসছি এটা আমাদের ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না।এটা আমাদের জাতীয় নির্বাচন না। সামনে আমাদের জাতীয় নির্বাচন এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আসন্ন জাতীয় নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাইনা ।

আমাদের বিএনপি’র বন্ধুদেরকে বারবার আমি বলছি প্লিজ দয়া করে এ ধরনের মিথ্যাচার করবেন না। এরপর তিনি নগরীর পলাশপুর এলাকার পানি বন্দি বাসিন্দাদের খোঁজখবর নেন ও গণসংযোগ করেন। পরে নির্বাচন কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর বিকেলে নগরীর ফকিরবাড়ী রোড এলাকায় শিক্ষক সমিতি মিলনায়তনে শিক্ষকদের এক আলোচনা সভায় যোগ দেন তিনি। অনুষ্ঠানে কয়েক শতাধিক শিক্ষক আনুষ্ঠানিকভাবে সাদিক আব্দুল্লাহকে সমর্থন দেয়। পরে নগরীর ৭ ও ২৩ নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক করেন । এ সময় বৃষ্টি উপেক্ষা করে স্ব স্ব ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ভোটাররা তার সঙ্গে কুশল বিনিময় করেন ।

দিনভর গণসংযোগ তার সাথে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এডভোকেট একেএম জাহাঙ্গীর, প্রার্থীর চাচা খোকন সেরনিয়াবাত, মহানগর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আফজালুল করিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT