6:36 pm , July 16, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীর আশুকাঠি থেকে পেপে ভর্তি ট্রাক থেকে প্রায় ৯শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। রোববার রাতের ওই অভিযানে ট্রাক চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- চালক আসাদুল ইসলাম (২৫) এবং বাছির হাওলাদার (২৮)। অসাদুল ঝিনাইদহ’র শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল মোহাম্মদপুর গ্রামের নিজাম বিশ্বাসের ছেলে ও বাছির পটুয়াখালী সদরের লোহালিয়া এলাকার মৃত আলমগীর হোসেন’র ছেলে।
র্যাব থেকে জানানো হয়, যশোর থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করা পেপে ভর্তি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্টো ন-১৩-০৫৭৪) বিপুল পরিমান ফেন্সিডিল রয়েছে। পিক আপ আশুকাঠি ফিলিং ষ্টেশনে রেখে আটককৃতরা দুরে অবস্থান নিয়েছে। গোপনে এ খবর পেয়ে র্যাবের দল সেখানে অভিযান করে। ওই দুই জনকে আটকসহ ৪০ বস্তা পেপে ও চার বস্তা ভর্তি ৮৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ অভিযানের ঘটনায় সিপিএসসি’র ডিএডি মোঃ নূর উদ্দিন বাদী হয়ে গৌরনদী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।