গৌরনদী থেকে ৮৬৪ বোতল ফেন্সিডিলসহ আটক ২ গৌরনদী থেকে ৮৬৪ বোতল ফেন্সিডিলসহ আটক ২ - ajkerparibartan.com
গৌরনদী থেকে ৮৬৪ বোতল ফেন্সিডিলসহ আটক ২

6:36 pm , July 16, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীর আশুকাঠি থেকে পেপে ভর্তি ট্রাক থেকে প্রায় ৯শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। রোববার রাতের ওই অভিযানে ট্রাক চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- চালক আসাদুল ইসলাম (২৫) এবং বাছির হাওলাদার (২৮)। অসাদুল ঝিনাইদহ’র শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল মোহাম্মদপুর গ্রামের নিজাম বিশ্বাসের ছেলে ও বাছির পটুয়াখালী সদরের লোহালিয়া এলাকার মৃত আলমগীর হোসেন’র ছেলে।

র‌্যাব থেকে জানানো হয়, যশোর থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করা পেপে ভর্তি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্টো ন-১৩-০৫৭৪) বিপুল পরিমান ফেন্সিডিল রয়েছে। পিক আপ আশুকাঠি ফিলিং ষ্টেশনে রেখে আটককৃতরা দুরে অবস্থান নিয়েছে। গোপনে এ খবর পেয়ে র‌্যাবের দল সেখানে অভিযান করে। ওই দুই জনকে আটকসহ ৪০ বস্তা পেপে ও চার বস্তা ভর্তি ৮৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ অভিযানের ঘটনায় সিপিএসসি’র ডিএডি মোঃ নূর উদ্দিন বাদী হয়ে গৌরনদী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT