সরকারি জমিতে নির্বাচনী ক্যাম্প ও অফিস স্থাপনে নিষেধাজ্ঞা সরকারি জমিতে নির্বাচনী ক্যাম্প ও অফিস স্থাপনে নিষেধাজ্ঞা - ajkerparibartan.com
সরকারি জমিতে নির্বাচনী ক্যাম্প ও অফিস স্থাপনে নিষেধাজ্ঞা

6:41 pm , July 15, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা এরইমধ্যে জমজমাট হয়ে উঠেছে। এরইমধ্যে সিটি নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নগীর বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। যেখান থেকে প্রার্থীদের সমর্থনে প্রচার-প্রচারনার কাজও চালাচ্ছেন নেতা-কর্মী ও সমর্থকরা। নির্বাচনী ক্যাম্পের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক গড়ে ওঠা রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনগুলোর কার্যালয় বা অফিসে প্রতিনিয়ত বাড়ছে কর্মী-সমর্থকদের উপস্থিতি। তবে এসব নির্বাচনী ক্যাম্প ও অফিস সরকারি জায়গায় বসানো যাবে না বলে জানিয়েছেন বরিশাল জেলা জেষ্ঠ্য নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো: হেলাল উদ্দিন খান। গতকাল রোববার আলাপকালে তিনি বলেন, জেলা প্রশাসন আর সিটি কর্পোরেশন, যার জমি হোক না কেন সেই স্থানে প্রার্থী নির্বাচনী ক্যাম্প কিংবা দলীয় অফিস স্থাপন করতে পারবে না। এরইমধ্যে একটি সভার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তা জানিয়েও দিয়েছেন। তিনি বলেন, খুব দ্রুত এ সিদ্ধান্ত কার্যকর করতে মাঠপর্যায়ে অভিযান শুরু করা হবে। সরকারি স্থানে স্থাপিত নির্বাচনী ক্যাম্প ও অফিস উচ্ছেদ করা হবে। আর যদি সরকারি জমি কারো নামে লিজ নেয়া থাকে, তবে সে লিজ কি কাজের জন্য দেয়া হয়েছে তাও খতিয়ে দেখা হবে। এদিকে রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি তদারকি করতে ১০ সদস্যের ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। অপরদিকে ৩০ জুলাই নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বরিশাল জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিটার্নিং কর্মকর্তার অধীনে থাকবেন। তারা প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে আইনি সহায়তা দেবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT