6:28 pm , July 12, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ নগরী ও বর্ধিত এলাকায় নাগরিক সেবা নিশ্চিত করনে বিদ্যুৎ, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট নির্মান সহ অবহেলিত জনগোষ্ঠির উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গতকাল গতকালনগরীর ২৩ নং ওয়ার্ডের শেষ অংশের তাজকাঠির সেবা বঞ্চিত নাগরিকদের খোজ খবর নিতে গিয়ে ওই প্রতিশ্রুতি দিয়েছেন। অবহেলিত ওই এলাকার কাদা পানির মধ্যে কয়েক মাইল এলাকা পায়ে হেটে পরিদর্শনকালে তিনি আরো বলেন মেয়র নির্বাচিত হলে প্রথমেই অবহেলিত এসব ওয়ার্ডের উন্নয়ন করবেন। জনগণ বর্তমান সরকারের উন্নয়নের ধারা রক্ষায় সবাই নৌকায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এই সময় তিনি বলেন, আমি নগরবাসীকে ভালবাসার মাধ্যমে তাদের ভোট নিতে চাই। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ভোটাররা যার যার ভোট সে নিজেই দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাদিক আব্দুল্লাহ বলেন, ভোটের অধিকার জনগনের। তাই জনগন যোগ্য ব্যক্তিকে বিজয়ী করবেন। এই সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গির, সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণ সংযোগকালে মতবিনিময়, লিফলেট বিতরণ করা ও নগরবাসীর সাথে কুশল বিনিময় করেন সাদিক আবদুল্লাহ। এসময় তিনি নগরীর পিছন স্কুলের ভবনের পলেস্টার খোসে আহত হওয়া শিক্ষার্থীদের খোজ খবর নিয়ে ১, ২, ৩ নং ওয়ার্ডের কাউনিয়া, বিসিক, ২৩নং ওয়ার্ডের বর্ধিত অংশে গনসংযোগ করেন। বিকালে ২৯, ৩ এবং ৬ নং ওয়ার্ডে নেতা-কর্মী সমর্থকদের সাথে নির্বাচনী উঠান বৈঠক করেন তিনি।