রিক্সা শ্রমিকদের আন্দোলনে ছিলাম, আছি, থাকবো- ডা. মনীষা রিক্সা শ্রমিকদের আন্দোলনে ছিলাম, আছি, থাকবো- ডা. মনীষা - ajkerparibartan.com
রিক্সা শ্রমিকদের আন্দোলনে ছিলাম, আছি, থাকবো- ডা. মনীষা

7:02 pm , July 5, 2018

নগরীতে রিক্সা শ্রমিকদের নতুন ইউনিয়ন উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তি। নতুন ইউনিয়নের নাম ‘বরিশাল রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন’ রেজিস্ট্রেশন নং- খুলনা ২৩২৪। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, শ্রমিক মাত্রই অবহেলা-নিপীড়নের শিকার। তার মধ্যে সবচেয়ে নিগৃহীত ও অবমূল্যায়নের শিকার রিক্সা শ্রমিক। পেটের দায়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা মানুষকে বহন করে তাদের জন্য এ সমাজে মর্যাদার কোন আসন নেই। কর্মসংস্থানের কোন ব্যবস্থা করা না হলেও, নানা সময়ই এই রিক্সা শ্রমিকদের উপর চলে নানা ধরনের নির্যাতন-নিপীড়নের ঘটনা। চলে নানা ধরনের প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজি। এ সকল সমস্যায় রিক্সা শ্রমিকদের জীবন আজ জর্জরিত। তিনি বলেন, আমি মনে করি, বরিশালের রিক্সা ভ্যান শ্রমিকদের এই নতুন ইউনিয়ন অবশ্যই এই শ্রমিকদের সমস্যা সংকট দূর করতে সর্বদাই কার্যকর ভূমিকা রাখবে। আমি সবসময়ই এই রিক্সা শ্রমিকদের সকল আন্দোলনে পাশে ছিলাম, তাদের জন্য পুলিশী নির্যাতনের শিকার হয়েছে এবং জেল খেটেছি। ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে এই শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। উদ্বোধন শেষে ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের অর্থ সম্পাদক মিথুন চক্রবর্তি। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বাসদ বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তিনটি দাবী তুলে ধরা হয়েছে। দাবীগুলো হলো- পুনর্বাসন ছাড়া রিক্সা উচ্ছেদ বন্ধ কর। রিক্সা শ্রমিকদের উপর নানাবিধ পুলিশী হয়রানি বন্ধ করা, রিক্সার আধুনিকীকরণ করা। প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে যন্ত্র চালিত রিক্সার লাইসেন্স প্রদান ও বয়স্ক এবং প্রতিবন্ধি রিক্সা চালকদের জন্য বিশেষ ভাতা প্রদান, শ্রমিকদের জন্য স্বাস্থ্য কেন্দ্র চালু করা। খবর বিজ্ঞপ্তির।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT