6:46 pm , July 1, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুর এলাকা থেকে ইয়াবাসহ আটক বরিশাল মহানগর পুলিশের বরখাস্ত কনস্টেবল মেহেদী হাসানের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ শামীম আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৮ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আলী মুন্সি কনস্টেবল মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সূত্র জানায়, গত ২৭ জুন গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই হাসান বশির তার সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর কাশিপুর এলাকার চারণ কবি মুকুন্দ দাস কালিবাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কনস্টেবল মেহেদী হাসান (৮৪০) ও তার সহযোগী খোকন সরদার তাদের ব্যবহৃত টিভিএস এ্যাপাচি মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে মেহেদী হাসানের কাছ থেকে ২৯ পিস ইয়াবা উদ্ধার করে। একই সাথে তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করে পুলিশ। এ ঘটনায় একই দিন এয়ারপোর্ট থানায় কনস্টেবল মেহেদী হাসান ও খোকন সরদারকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অভিযুক্ত মেহেদী হাসান এয়ারপোর্ট থানা এলাকার মুশুরিয়া গ্রামের মৃত আইয়ুব আলী আকনের ছেলে ও খোকন সরদার উজিরপুর পূর্ব মুন্ডুপাশা গ্রামের আঃ জব্বার সরদারের ছেলে। দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আলম মুন্সি মাদক ব্যবসার রহস্য উদঘাটনে বরখাস্ত কনস্টেবল মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।