7:02 pm , June 26, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর সহ বিভাগের তৃনমুল পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বর্ধিত সভা করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ জুন প্রধামন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভাটি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহন করবে বিসিসি’র ৩০ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভাগের সকল ইউনিয়নের সভাপতি-সম্পাদক, দলীয় চেয়ারম্যান ও সদস্যরা। তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে গণভবনের বর্ধিত সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আমন্ত্রন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগরের কয়েকটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেছেন, ৩০ জুন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাদের গণভবনে ডেকেছেন। সেখানে তৃনমুল নেতৃবৃন্দের নিয়ে বর্ধিত সভা করবেন। তবে বৈঠকের বিষয়বস্তু কি হবে জানানো হয়নি। অবশ্য প্রধানমন্ত্রীর এই বৈঠকটি আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হতে পারে বলে মনে করছেন অনেকে। বিষয় যাই হোক আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধামনমন্ত্রী’র আমন্ত্রন পেয়ে খুশি তৃনমুল নেতারা। কেননা দলের প্রধানের সামনা সামনি কথা বলার সৌভাগ্য হচ্ছে তাদের। পাশাপাশি তৃনমুলে থেকে রাগ, কষ্ট সহ সার্বিক বিষয় তারা তুলে ধরার সুযোগ পাবেন বলে আশাবাদী তৃনমুল নেতৃবৃন্দ।
এদিকে প্রধামন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, আগামী ৩০ জুন বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভাগের প্রত্যেকটি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও দলীয় চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। ওই বর্ধিত সভায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগের ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অংশ নিবেন। এর পর ৭ জুলাই ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, দলীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে বর্ধিত সভা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।