6:01 pm , June 24, 2018

রুবেল খান ॥ সকল সম্ভাবনার অবসান ঘটিয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি আলহাজ্ব এড. মজিবর রহমান সরোয়ারকেই মেয়র প্রার্থী ঘোষনা করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টায় বিএনপি’র মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বরিশাল সহ তিন সিটিতে বিএনপি’র ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেন। দলের মনোনয়ন সংক্রান্ত সকল কাগজপত্র হাতে পেয়ে খুব শিঘ্রই বরিশালে ফিরবেন বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও একাধিকবার নির্বাচিত এমপি মজিবর রহমান সরোয়ার। এদিকে মজিবর রহমান সরোয়ারকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষনা করায় নগর জুড়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে তার অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাৎক্ষনিকভাবে তারা নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে। প্রার্থী হিসেবে মজিবর রহমান সরোয়ারের নাম ঘোষনা করায় অভিনন্দন জানান দলের হাইকমান্ডকে। বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সূত্রে জানাগেছে, আগামী ৩০ জুলাই বরিশাল সহ তিন সিটি’র নির্বাচন। প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনে দলের প্রার্থী বাছাই কার্যক্রম শুরু করে বিএনপি। সে অনুযায়ী বিসিসি’র বর্তমান মেয়র সহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র ৮ নেতা মনোনয়ন দৌড়ে সামিল হন। এরা হলেন বর্তমান মেয়র মো. আহসান হাবিব কামাল, বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. বিলকিছ আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতউল্লাহ, মহানগর বিএনপি নেতা এড. আলী হায়দার বাবুল, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এড. পারভেজ আকন বিপ্লব, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন। এদের মধ্যে পারভেজ আকন বিপ্লব বাদে বাকি ৭ জনই তাদের দলীয় মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন দাখিলের শেষ সময় চমক দেখান মজিবর রহমান সরোয়ার। পূর্বে থেকে নির্বাচনে অংশগ্রহনে অনিচ্ছার কথা জানালেও শেষ সময় প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির কাছে সাক্ষাত দেন তিনি। বরিশালে আওয়ামী লীগের প্রার্থী, রাজনৈতিক প্রেক্ষাপট সহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হাই কমান্ডের নির্দেশে মজিবর রহমান সরোয়ারকে সিটি নির্বাচনের প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিএনপি।
দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা বলেন, মজিবর রহমান সরোয়ার দলের সিনিয়র নেতা। বরিশালে তার রাজনৈতিক অবস্থান ভালো। ইতিপূর্বে তার নির্বাচনের অনেক অভিজ্ঞতা রয়েছে। বিরোধী দলের আমলেও বরিশাল সদর আসনের নির্বাচিত এমপি ছিলেন সরোয়ার। সদর আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হন তিনি। তাছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে মজিবর রহমান সরোয়ারের। বরিশাল সিটি কর্পোরেশন ঘোষনার পরে ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনের ক্ষেত্রে মজিবর রহমান সরোয়ারের পূর্বের অভিজ্ঞতার বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়েছে। দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপট এবং বরিশালে বিএনপি’র অবস্থান ধরে রাখতে মজিবর রহমান সরোয়ারের বিকল্প কাউকে খুঁজে পায়নি হাই কমান্ড। তাছাড়া মজিবর রহমান সরোয়ারকে দলের মনোনয়ন দিলে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দ্বিমত নেই বলেও দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় নেতৃবৃন্দকে জানানো হয়। যে কারনে আগেভাগেই মজিবর রহমান সরোয়ারকে বিসিসি’র মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হলেও অনুষ্ঠানিক ঘোষনার অপেক্ষায় ছিলেন দলটির নেতা-কর্মীরা। সবশেষে নির্বাচন কমিশনের মনোনয়ন দাখিলের শেষ সময়ের পাঁচ দিন পূর্বে গতকাল রোববার বিএনপি’র ধানের শীষের প্রার্থী হিসেবে মজিবর রহমান সরোয়ার’র নামটি ঘোষনা করেন দলের মহাসচিব। আর তাই বরিশাল সিটিতে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিএনপিতে মজিবর রহমান সরোয়ারের মধ্যকার লড়াইয়ের বিষয়টি চুড়ান্ত হয়েছে। অবশ্য দুই প্রার্থী দলীয় মনোনয়ন নিশ্চিত হলেও তারা কেউ নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।
দলের মনোনয়ন নিশ্চিত হয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব আলহাজ্ব এড. মজিবর রহমান সরোয়ার তার প্রতিক্রিয়ায় বলেন, বরিশাল সিটি কর্পোরেশনকে সবাই যেই চোখে দেখে আমি সেই চোখে দেখি না। সবাই সিটি নির্বাচনকে স্থানীয় রাজনীতি মনে করে থাকে। কিন্তু আমি সেভাবে দেখি না। সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় রাজনীতির একটি অংশ। আমি মনে করি এই নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র মুক্তি’র আন্দোলনে ভুমিকা রাখবে।
মজিবর রহমান সরোয়ার বলেন, আমি নিজের স্বার্থের কথা ভাবিনা। অন্যরা যেভাবে নিজেদের সার্থের কথা ভেবেছে আমি তাদের উর্ধ্বে থেকে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে গণতন্ত্র ও জনগনের কল্যানে কাজ করবো। তাই ব্যক্তি নয়, বরং দলের এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার এই আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মজিবর রহমান সরোয়ার।