6:56 pm , June 23, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী মো. সাইদুর রহমান ছগীরের নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব আঞ্জুমান-ই-মফিদুল ইসলাম গোরস্থান সংলগ্ন কার্যালয়ে ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাহবুব হোসেন আকন। এসময় আরো উপস্থিত ছিলেন মো. আব্দুর রব, মোস্তাফিজুল হক, মজিবুর রহমান, কাজী আহম্মেদ নোমান, কাঞ্চন হোসেন, আব্দুল বারেক, মনজির হোসেন, শফিউর রহমান রাজীব প্রমুখ। সভায় উপস্থিতিদের সাথে নির্বাচনী বিষয়ে বিশদ আলোচনা করেন কাউন্সিলর প্রার্থী মো. সাইদুর রহমান ছগীর। এলাকার উন্নয়নে নির্বাচিত হলে কিভাবে কাজ করবেন সে বিষয়ে সকলের মতামত গ্রহণ করেন তিনি। এছাড়া নির্বাচনের আগে কেমন নির্বাচনী প্রক্রিয়া অবলম্বন করবেন সে বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। তার বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার সকল স্তরের জনগণকে নিয়ে উন্নয়নের প্রতিটি কাজে অংশগ্রহণ করবেন। প্রস্তুতিমূলক সভায় সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।