রাজধানীমূখী ঢল অব্যাহত রাজধানীমূখী ঢল অব্যাহত - ajkerparibartan.com
রাজধানীমূখী ঢল অব্যাহত

6:53 pm , June 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদে শেষ করে কর্মস্থলে যোগ দিতে রাজধানী মুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। গতকাল বুধবার প্রায় লক্ষাধিক যাত্রী বরিশাল নদী বন্দর থেকে ঢাকামূখী লঞ্চে যাত্রা করেছে। তারা ঢাকা-বরিশাল’র সরাসরি রুটের ১১টি নৌযানে যাত্রা করেছেন। দুপুর হওয়ার আগে থেকেই লঞ্চে উঠতে শুরু করে যাত্রীরা। তাই সন্ধের আগেই লঞ্চ যাত্রীতে পূর্ন হয়। তাই প্রতিদিন নির্ধারিত সময়ের পূর্বেই নৌ বন্দর ত্যাগ শুরু করে নৌযান। সরোজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিটি লঞ্চের বারান্দা, সিড়ি, ছাদ সহ সকল স্থানেই যাত্রীদের ভীর। বিআইডব্লিইটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু জানান, আগামী ২৩ জুন পর্যন্ত এ ভীর অব্যাহত থাকবে। ওই দিন বেশি সবচেয়ে বেশি ভীর হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

গতকাল বরিশাল নৌ বন্দর ছেড়ে গেছে পারাবাত ৮, ১০, ১২, কীর্তনখোলা ১০, সুন্দরবন ১০ও ১১ সুরভী ৭, এ্যডভেঞ্চার ১ও ৯ , টিপু ৭। এছাড়া দিবা সার্ভিসের এম ভি গ্রীন লাইন ২ ও ৩ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এদিকে অতিরিক্ত চাহিদা থাকায় বরাবরের মত গতকালও কেবিন সংকট ছিলো প্রকট। অগ্রিম বুকিং থাকায় গতকাল অধিকাংশ যাত্রীই কোন কেবিন পাননি। তবে বাতিল হওয়া ও কোঠার জন্য সংরক্ষিত থাকা কেবিন পেয়েছেন কোন কোন যাত্রী।

বরিশাল নৌ বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, ১১টি লঞ্চসহ মোট ১৪ টি নৌযান যাত্রী পরিবহন করেছে, যাত্রীদের ভীর ছিলো, তবে যাত্রী পরিবহনে তেমন কোন সমস্যা হয়নি। যাত্রীদের নিরাপত্তায় নৌ বন্দরে সকল ধরনের নিরাপত্তা মূলক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT