নগর ভবনে বেতনের দাবীতে বিক্ষোভ নগর ভবনে বেতনের দাবীতে বিক্ষোভ - ajkerparibartan.com
নগর ভবনে বেতনের দাবীতে বিক্ষোভ

7:02 pm , June 11, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বকেয়া বেতন ও ভাতার দাবিতে নগর ভবনের নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা আবারো বিক্ষোভ করেছে। গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো তারা নগর ভবনের দ্বিতীয় তলায় মেয়রের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তবে মজুরীভিত্তিক শ্রমিকদের বেতন দেয়ার কারনে হিসাব শাখার তালা খুলে দেয়া হয়েছে।

কর্মচারীরা জানান, গত তিন মাস ধরে নিয়মিত প্রায় পাঁচশত কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। আর অনিয়মিত বা দৈনিক মজুরী ভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। সামনে ঈদ-উল ফিতর কিন্তু এখনো বেতনের কোন খবর নেই। তাই সোমবার মেয়রের কক্ষের সামনে নেয়া হয়। কাউন্সিলররা দফায় দফায় বৈঠক করে। তারা ঈদের আগে ও পরে তিন মাসের বকেয়া বেতন ও ১২ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা এবং ঈদ বোনাস দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে চেকে স্বাক্ষর করেনি। আজ মঙ্গলবার চেকে স্বাক্ষর না করলে নতুন করে বড় ধরনের কর্মসুচী পালনের সিদ্বান্ত রয়েছে। মজুরী ভিত্তিক কর্মচারীদের বেতন দেয়ার শর্তে হিসাব শাখা খুলে দেয়া হয়েছে। কিন্তু তাদের বেতন দেয়া হয়নি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান জানান, বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT