বকেয়া বেতন ভাতার দাবীতেনগর ভবন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ বকেয়া বেতন ভাতার দাবীতেনগর ভবন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ - ajkerparibartan.com
বকেয়া বেতন ভাতার দাবীতেনগর ভবন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

6:54 pm , June 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বকেয়া চার মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ডের টাকা ও ঈদ বোনাসের দাবীতে ফের আন্দোলন শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)’র নিয়মিত ও অনিয়মত কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রোববার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নগর ভবনের দ্বিতীয় তলায় মেয়রের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়া দুপুরে নগর ভবনের তৃতীয় তলায় হিসাব শাখায় পুনরায় তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। আজকের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষনার হুমকি দিয়েছেন আন্দোলনকারিরা। বিসিসি’র কর নির্ধারক কাজী মোয়ায্যেম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কদিন বাদেই ঈদ। কিন্তু এখন পর্যন্ত আমাদের নিয়মিত প্রায় পাঁচশ কর্মকর্তা-কর্মচারী সহ দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিকরা বেতন-ভাতা পায়নি। ফলে তাদের ঈদ আনন্দ অনিশ্চিত।

তিনি বলেন, এখনো আমাদের চার মাসের বেতন বকেয়া এবং প্রভিডেন্ট ফান্ডের কয়েক কিস্তির টাকা ব্যাংক হিসেবে জমা হয়নি। অথচ সম্প্রতি প্রজেক্ট এর অনুকুলে বিসিসিতে বিপুল পরিমান অর্থ বরাদ্দ এসেছে। তা দিয়ে বিভিন্ন ঠিকাদারের বিল পরিশোধ করা হলে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পরিশোধ করা হয়নি। আর তাই ঈদের আগে সোমবারের মধ্যে বকেয়া ৪ মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ডে ১০ মাসের বকেয়া জমা এবং ঈদ বোনাসের দাবীতে পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এদিকে আন্দোলনকালে বিসিসি’র কাউন্সিলররা তাদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে আশ্বস্থ করেন। তারা তিন মাসের বকেয়া বেতন ও ৫টি পিএফ দেয়ার আশ্বাস দেন। কিন্তু মেয়র দুই মাসের বেতন ও ঈদ বোনাস দেয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেন। তবে তাতে আন্দোলনকারীরা আশ্বস্থ হননি। যে কারনে দুপুরের দিকে হিসাব শাখায় তালা দিয়ে অর্থনৈতিক সকল কার্যক্রম বন্ধ করে দেন। তাছাড়া আজ সোমবার সকাল থেকে পুনরায় আন্দোলনের পাশাপাশি আজকের মধ্যে দাবী মেনে নিতে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। অন্যথায় রোজা এমনকি ঈদের মধ্যেই বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বলেন, কর্মচারীদের দাবীর কথা শুনেছি। বকেয়া বেতন-ভাতা’র যে দাবী তারা তুলেছে তা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। সোমবারের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT