6:56 pm , June 7, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ চলতি মাসেই শুরু হচ্ছে ফিফা ওয়ার্ড কাপ “বিশ্বকাপ” ফুটবল। আর তাই বরাবরের ন্যায় এবারেও বিশ্বকাপ উম্মাদনায় মেতেছে নগরবাসী। বিশ্বকাপের পর্দা না উঠতেই বিভিন্ন ভীনদেশী পতাকায় ছেয়ে গেছে নগরীর অলিগলি। এক এক দলের সমর্থকরা বাড়ির সামনে, ছাদে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে টানিয়েছে নির্দিষ্ট দল ও দেশের পতাকা। বিশেষ করে ফুটবল বিশ্বকাপে একাধিকবার বিশ্ব বিখ্যাত ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকাই বেশি দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনার ঝড়। এবারের বিশ্বকাপ কে কোন দেশে যাবে সেই বিষয় নিয়ে আলোচনার কমতি নেই।
এদিকে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নগরীতে পতাকা বিক্রির ধুম পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছে মৌসুমী পতাকা বিক্রিতারা। কেউ কেউ কাপড় কিনে ভীন দেশী পতাকা বানিয়ে উড়াচ্ছে। অবশ্য পতাকা বিক্রি ও এর ব্যবহার নিয়ে বিশিষ্ট জনদের অভিযোগের শেষ নেই। আর তাই জাতীয় পতাকার সম্মান রক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভীন দেশি পতাকা উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানাগেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ড কাপ “ফুটবল বিশ্বকাপ”। যুগ যুগ ধরেই ফুটবল বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমিদের আশা আকাংখার শেষ নেই। স্ব স্ব দলের সমর্থক ফুটবল প্রেমিরা বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মেতে থাকেন। কখন কখনো ভীনদেশিদের সমর্থন জানানো নিয়ে বিবাধেও জড়িয়ে পড়ছেন ফুটবল প্রেমিরা। হানাহানি মারামারিও ঘটছে তাদের মধ্যে। বিশ্বকাপ উম্মাদনায় এবারেও কমতি নেই ফুটবল প্রেমিদের মধ্যে। খেলোয়াড়দের পাশাপাশি তাদেরও যেন প্রস্তুতির কমতি নেই। কেউ খেলা উপভোগ করার জন্য ভীর জমাচ্ছে টিভি’র শোরুমে। কিনে নিচ্ছেন বিশাল মনিটরের টিভি। এতে করে গত কয়েক দিনে ভিটি বিক্রিতে ধুম পড়েছে।
তাছাড়া এলাকা, পাড়া, মহল্লা, রাস্তার পাশে, খেলার মাঠে, চোয়ের দোকানে, বাড়ির ছাদে, বিভিন্ন কলেজের হোস্টেলে ভীন দেশী পতাকা উড়ানোর চিত্র এখন চোখে পড়ার মত। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকাই বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি রয়েছে জার্মানি, পতুগাল, তুরস্ক সহ অন্যান্য দেশের পতাকাও। এর পাশাপাশি স্পর্স সামগ্রী বিক্রির দোকানে জার্সি বিক্রির ধুম পড়েছে। সর্বনি¤œ একশত টাকা থেকে শুরু করে বিভিন্ন মূল্যে বিক্রি করা হচ্ছে ভীন দেশি ফুটবলারদের নাম সম্বলিত জার্সি। বিশেষ করে ব্রাজিলের নেইমার এবং আর্জেন্টিনার মেসি ও জার্মানির রোনালদের নাম সম্বলিত জার্সিই বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অপরদিকে নগরীতে ঘুরে ঘুরে ভীনদেশী পতাকা বিক্রি করা নগরীর রূপাতলীর বাসিন্দা রিপন জানান, তিনি পেশায় একজন ফার্নিচার দোকানের কর্মচারী। বিভিন্ন জাতীয় দিবসে বাংলাদেশের পতাকা বিক্রি করে অর্থ উপার্জন করেন তিনি। এটি তার মৌসুমী ব্যবসা। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এবার ভীনদেশী পতাকা বিক্রি করছেন।
রিপন জানায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে ঘুরে বাঁসে বেঁধে ভীন দেশী পতাকা বিক্রি করছেন। এতে করে দিন শেষে দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে। তিনি অন্যদের মত করেই ৬ ফুটের একটি পতাকা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন। এছাড়া ৫ ফুট মাপের পতাকা ১০০ থেকে ১২০ টাকা, আড়াইফুট সাইজের পতাকা ৪০ থেকে ৫০ টাকা এবং সর্বোনি¤œ সাইজের পতাকা ১০ থেকে ২০ টাকায় বিক্রি করছেন। এসব পতাকা অন্য স্থান থেকে ক্রয় করে বিক্রি করে থাকেন। প্রতিদিন ৫০ থেকে ৬০টির কখনো কখনো একশ’র বেশি ভিনদেশী পতাকা বিক্রি করে থাকেন বলে জানিয়েছেন রিপন।