নগরীর তিন স্থানে অগ্নিকান্ড নগরীর তিন স্থানে অগ্নিকান্ড - ajkerparibartan.com
নগরীর তিন স্থানে অগ্নিকান্ড

6:20 pm , June 5, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ মাত্র দুই ঘন্টার ব্যবধানে নগরীর তিন স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি সিগারেটের আগুন থেকে এবং বাকি দুটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে তিনটি ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবী করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্র।

তারা জানিয়েছে মঙ্গলবার দুপুর পৌনে একটা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত নগরীর রূপাতলী, কাউনিয়া এবং বান্দ রোডের ডায়াবেটিস হাসপাতাল এলাকায় পৃথক তিনটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুপুর পৌনে ১টার দিকে কাউনিয়া ছোট মিয়ার গলি এলাকায় জনৈক আক্কাস মিয়ার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে ওই ঘরে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে ছুটে যান। তবে তার আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

অপরদিকে দুপুর পৌনে ২টার দিকে রূপাতলী এলাকার আব্দুল লতিফ সড়কে কাজী সোলায়মান এর ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানেও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের টিম ওই এলাকায় পৌছাবার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিভে যায়। আগুনে ওই ঘরে ১০ সহ¯্রাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

তাছাড়া দুপুর সোয়া ২টার দিকে বান্দ রোডস্থ এ্যাড. হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হাসপাতালের পেছনে মো. শাহীন এর ঘরে আগুন লাগে। তবে আগুন তীব আকার ধারন করার আগেই তা নিয়ন্ত্রনে আনে স্থানীয়রা। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানেও পৌছায়। কিন্তু আগুন নিভে যাওয়ায় সেখানে তাদের কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সিগারেটের আগুন থেকে ওই ঘরে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবী তাদের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT