বিসিসি’র মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন বিসিসি’র মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন - ajkerparibartan.com
বিসিসি’র মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন

6:08 pm , June 4, 2018

মর্তুজা জুয়েল ॥ আগামী ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে খসড়া ভোটার তালিকা, ভোট কেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশনার ওই তালিকা প্রকাশ করেছেন। এ সময় মহানগরীর চার থানার ওসি উপস্থিত ছিলেন। উপ-নির্বাচন কমিশনার মো. মজিবুর রহমানের উপস্থিতিতে তালিকা প্রকাশ করেন বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান। প্রকাশিত তালিকায় দেখা গেছে, নগরীর হালনাগাদ (২০১৮ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত) ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৩৩২ জন পুরুষ এবং মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন। আগামী ৩০ জুলাই সিটি’র ভোটে মেয়র, ৩০ সাধারণ ও ১০ সংরক্ষিত কাউন্সিলর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। খসড়া তালিকায় নগরীর মধ্যে ১২৭টি ভোট কেন্দ্র প্রস্তাব করা হয়েছে। ভোট কক্ষের সংখ্যা ৭৫৮টি। ২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে ভোট কেন্দ্র ছিল একশতটি। ওই নির্বাচনে ভোটার ছিলো ২ লাখ ১১ হাজার ২২৭ জন। ভোটার তালিকা প্রকাশের সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান। খসড়া ভোটার ও ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর নগরীর ৩০ ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এ সময় ভোটারদের সুবিধা-অসুবিধা নিয়ে প্রার্থীদের নানা বক্তব্য শোনেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলালউদ্দিন খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান। সভায় নতুন প্রস্তাবিত ২২টি ভোট কেন্দ্রের বিষয়ে কারও কোন আপত্তি, দাবী কিংবা সুপারিশ থাকলে আগামী ১০ জুনের মধ্যে জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে জানাতে বলা হয়। পরদিন ১১ জুন এ বিষয়ে প্রকাশ্যে শুনানী অনুষ্ঠিত হবে। শুনানী শেষে চূড়ান্ত প্রস্তাব ২০ জুন নির্বাচন কমিশনে পাঠানো হবে। ভোট গ্রহনের ২৫ দিন আগে নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করবেন বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT