6:50 pm , June 3, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদের আগেই চারশত অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন বাবুগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ যুব মৈত্রি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও প্যানপ্যাসিফিক সোনারগাও হোটেলের পরিচালক মো. আতিকুর রহমান। চাঁদপাশা ইউনিয়নের ভ্যান চালক সংগঠন সহ সংশ্লিষ্ট এলাকার অসহায় মানুষকে ঈদ শুভেচ্ছা হিসেবে দিয়েছেন বস্ত্র। এমনকি তার সহযোগিতায় ইফতার করেছে চাঁদপাশা বটতলা ভ্যান কল্যান সমিতি’র কয়েকশ দিনমুজর সহ দুস্থ রোজাদার। গতকাল রোববার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা বটতলা এলাকায় এই ইফতার অনুষ্ঠান ও ঈদ বস্ত্র বিতরন করা হয়। আতিকুর রহমান’র দেয়া ঈদ উপহার পেয়ে ঈদের হাসি ফুটে উঠতে দেখা যায় অসহায় মানুষগুলোর মুখে।
এর পূর্বে আতিকুর রহমানের সহযোগিতায় এবং চাঁদপাশা বটতলা ভ্যান চালক কল্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় সমাজ সেবক আতিকুর রহমানকে। কিন্তু ব্যস্ততার কারনে অনুষ্ঠান শুরুর কিছু সময় আগে ঢাকায় ছুটতে হয়েছে তাকে।
তবে ভ্যান কল্যান সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন’র সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিছুর রহমান সবুজ ও বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আরিফ আহমেদ মুন্না উপস্থিত ছিলেন। তারা ভ্যান কল্যান সমিতির উদ্যোগ এবং সমাজ সেবক আতিকুর রহমান এর সহযোগিতার প্রশংসা করে বক্তব্য রাখেন।
এরা ছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতী, ওয়ার্কার্স পার্টির নেতা আবু সায়েম বাচ্চু সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবু, ওয়ার্ডার্ক পার্টির নেতা আজিজুল ইসলাম বাবুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। ইফতার অনুষ্ঠানে এলাকার শত শত মানুষ অংশগ্রহন করে। ইফতার মাহফিল পরবর্তী চাঁদপাশা বটতলা ভ্যান কল্যান সমিতি সহ এলাকার বিভিন্ন পরিবারের ৪শত দুস্থ নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।