6:47 pm , June 3, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন। গতকাল রোববার নগরীর এক কমিউনিটি সেন্টারে ওই ইফতার করেন। এ সময় দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, বিএনপি নেতা এ্যাড.সাইয়েদ উদ্দিন আহম্মেদ মধু, মহানগর মহিলা দলের নেত্রী শামিমা আকবর, বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সূলতান আহম্মেদ খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু, মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জিএম আতায়ে রাব্বি, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জাহান, মিজানুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মুশফিকুল হাসান মাসূম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা হাসিব আল হাসান প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, বিপ্লবী বাংলাদেশের সম্পাদক নুরুল আলম ফরিদ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি, দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক কীর্তনখোলার প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ^াস, গোপাল সরকার, এড. তপন চক্রবর্তী, স্বপন খন্দকার প্রমুখ।
ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এ্যাড.বিলকিস জাহান শিরিন জানান, দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেবেন। বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন ও সুষ্ঠু পরিবেশ থাকতে হবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।