বাবুগঞ্জে অসহায় ও দুস্থদের টাকা পেলেন স্বচ্ছল ব্যক্তিরা!! বাবুগঞ্জে অসহায় ও দুস্থদের টাকা পেলেন স্বচ্ছল ব্যক্তিরা!! - ajkerparibartan.com
বাবুগঞ্জে অসহায় ও দুস্থদের টাকা পেলেন স্বচ্ছল ব্যক্তিরা!!

6:10 pm , May 31, 2018

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত অসহায় ও দুস্থদের জন্য বিশেষ বরাদ্দকৃত ১৫ লক্ষ টাকার চেক নিজ দলীয় নেতা কর্মীদের মাঝে বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য ও জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতানের বিরুদ্ধে। বিতরণকৃত টাকার বিষয়ে কোন কিছুই জানেন না বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা। এদিকে জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত বাবুগঞ্জ উপজেলার অসহায় দুস্থদের জন্য বরাদ্দকৃত টাকা প্রকৃত দুস্থরা না পাওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ অনুসন্ধানে জানাগেছে, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের বিশেষ অনুদান হিসেবে বাবুগঞ্জ উপজেলার ১১২ জন অসহায় দুস্থ পরিবারের জন্য প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে চেকের মাধ্যমে অনুদানের বরাদ্দ করেন। যা গত ২৭ মে বাবুগঞ্জ উপজেলা ওয়াকার্স পার্টির কার্যালয়ে বসে বিতরণ করা হয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে বিতরণকৃত চেকের অধিকাংশই পেয়েছে ওয়াকার্স পার্টির সমর্থিত নেতাকর্মীরা। জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত অসহায় ও দুস্থদের জন্য বিতরণের চেক প্রাপ্ত উপজেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি কাজী শাহে আলম যিনি পূর্বথেকেই বিত্ত বৈভবের মালিক, যার রয়েছে পশ্চিম রহমতপুর (কৃষি কলেজের সামনে) জমিসহ কোটি টাকা মূল্যমানের পাকা বাড়ি, অপর চেক প্রাপ্ত চাঁদপাশা ইউনিয়নের ক্ষেতমজুর ইউনিয়নের নেতা মোঃ মুনসুর, উপজেলা যুবমৈত্রীর নেতা আবু হানিফ যার বিষয়ে জনশ্রুতি রয়েছে তিনিও বিত্ত বৈভবের মালিক। চেক প্রাপ্তির তালিকায় রয়েছে ওয়াকার্স পার্টির নেতা আলমগীর শরীফসহ বেশ কয়কেজন স্বচ্ছল নেতাকর্মী। অনুসন্ধানে প্রাপ্ততথ্যে জানাগেছে, ১১২ টি চেক বিতরণের কথা থাকলেও জেলা ওয়াকার্স পার্টির এক নেতা নিজেই ১০-১২ টি (প্রতিটি ১০ হাজার টাকা) চেক বিতরণ না করে নিয়ে গেছেন। এ বিষয়ে ঐ নেতাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তথ্যে গড়মিল থাকায় চেকগুলো আমার কাছে রেখেছি, পরবর্তীতে বিতরণ করা হবে। এদিকে চেক বিতরণের সংবাদ কোন সংবাদকর্মীকে সরবরাহ না করা জন্য স্থানীয় ওয়াকার্স পার্টির নেতাকর্মীদের নির্দেশ দেন জেলা ওয়াকার্সপার্টির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম নিলু। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সমাজ কল্যাণ মন্ত্রীর নির্দেশ রয়েছে তাই সংবাদকর্মীদের জানানো হয়নি। দলীয় স্বচ্ছল নেতাকর্মীদের সরকারি সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত চেক বিতরণের বিষয়ে সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান এর সাথে তার মুঠোফোনে ( ৩১ মে বৃহস্পতিবার ১৭ঃ০৮ মিনিটে) যোগাযোগ করা হলে তিনি ফোন রিভিস করেননি। উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুল হাসিব বলেন আমার চেক বিতরণের বিষয়ে জানা নেই, তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত অর্থ অসহায় ও দুস্থ জন্যই। এর বাইরে পাওয়ার কোন বৈধতা নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT