ভর্তি বানিজ্য ঠেকাতে এবার ম্যানুয়াল বন্ধ হচ্ছে! ভর্তি বানিজ্য ঠেকাতে এবার ম্যানুয়াল বন্ধ হচ্ছে! - ajkerparibartan.com
ভর্তি বানিজ্য ঠেকাতে এবার ম্যানুয়াল বন্ধ হচ্ছে!

3:57 pm , July 3, 2025

বিশেষ প্রতিবেদক ॥ আগামি সপ্তাহে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর শুরু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া। বরিশাল শিক্ষা বোর্ড ও বড় কলেজগুলোর এক শ্রেণির শিক্ষক ও কর্মচারিদের জন্য এই ভর্তি হচ্ছে অর্থকরি ফসল। তারা ম্যানুয়াল পদ্ধতিতে বড় কলেজে শিক্ষার্থিদের ভর্তি করিয়ে অনেক টাকা কামাই করেন।
কিন্তু এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীন কলেজগুলোতে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি করা যাবে না। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেছেন এখন থেকে যে কলেজের জন্য যত সংখ্যক বিভাগ ওয়ারি বরাদ্দ  থাকবে তার চেয়ে একজনও বেশি ভর্তি করতে পারবেন না। সব হবে অনলাইনে।
ভর্তি বিশ্লেষণে দেখা যায় যে-ভর্তি বানিজ্য করার জন্য নির্ধারিত সংখ্যার চেয়ে ৪ থেকে ৮ গুন বেশি শিক্ষার্থি ভর্তি করিয়েছে কতিপয় কলেজ। প্রতি বছর সাড়ে ৪শ শিক্ষার্থির জায়গায় তিনটি সরকারী কলেজ তিনগুন এবং একটি বেসরকারি কলেজ প্রায় দ্বিগুন ভর্তি করানো হয়েছে। অতিরিক্ত এই ভর্তিতে একটি শ্রেণি বানিজ্য করেছে বলে চাউর আছে। অথচ এমন অপকর্মের কারণে বরিশালের ৩৪৯টি কলেজের মধ্যে অধিকাংশ কলেজ শিক্ষার্থি পায়নি। এসব কলেজ বন্ধ হবার উপক্রম হয়েছে। সব ক্যাম্পাসে শিক্ষার বীজ বুনতে বোর্ড চেয়ারম্যানের এমন কঠিন পদক্ষেপ যাতে বাস্তবায়ন হতে না পারে সে জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT