নগরীতে সালিশদারকে ভূমিদস্যু বানানোর পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন নগরীতে সালিশদারকে ভূমিদস্যু বানানোর পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
নগরীতে সালিশদারকে ভূমিদস্যু বানানোর পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

4:45 pm , July 2, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ জমি নিয়ে দুই পক্ষের তর্ক-বিতর্কের মধ্যে হাতাহাতির ঘটনায় এক সালিশদার একটি লাঠি নিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিলে আশেপাশে থাকা কতিপয় দুষ্কৃতকারী ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভূমিদস্যু বলে অপপ্রচার শুরু করে। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নগরীর ২৪ নং ওয়ার্ড এর বাসিন্দা আনসার আলীর ছেলে মো. মাসুদ। বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন- নগরীর ২৫ নং ওয়ার্ডের আজিজিয়া হাউজিং এর মধ্যে ২২ শতাংশ জমি জালিয়াতি পূর্বক এমরানুল হক জবর দখলে থাকে। জমির প্রকৃত মালিক হলেন মো. রুস্তুম আলী শিকদার ও  মুনসুর আলী শিকদার গং। এই জমির গংদের থেকে পাওয়ার নিয়ে মালিক হন দেলোয়ার মীর ও আরিফুল ইসলাম পলাশ। এমতাবস্থায় মধ্যস্থতাকারী (সালিশদার) হিসেবে আমি আগমন করি। মগ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বরিশাল আদালত থেকে উকিল কমিশনার হিসেবে নিয়োজিত হন তৌহিদুল ইসলাম সোহেল। তিনি উভয়পক্ষের কাগজ যাচাই-বাছাই করে দু’পক্ষকে আদালতে জমা দেয়ার কথা বলেন। এরপর উকিল কমিশনার ওই জমি সংলগ্ন ঘটনাস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে বহিরাগত রাজ্জাক হোসেনের সাথে জমির মালিক  দেলোয়ার মীর ও আরিফুল ইসলাম পলাশের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আমি একটি লাঠি টুকরা নিয়ে উভয় পক্ষকে ধাওয়া দেই। এমন সময় আশেপাশে থাকা কতিপয় দুষ্কৃতকারী ভিডিও ধারণ করে। যা সম্পূর্ণ একটি মিথ্যা প্রচারণা।
আমি উভয় পক্ষকে শান্ত করতে চেয়েছিলাম। ক্ষণিকের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে ভূমিদস্যু বলে অপপ্রচার শুরু করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT