4:38 pm , July 1, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য সাংবাদিক মামুনুর রশীদ নোমানী কে বার্তা প্রবাহ পত্রিকা সম্মাননা স্মারক প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্তা প্রবাহ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবীদ ও ব্যবসায়ী মফিজুর রহমান লিটন ও গণমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।
সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক বাংলার বনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক , দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা, দৈনিক বাংলা ভূমি, দৈনিক মাতৃছায়া পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি ইত্তেহাদ নিউজের আবাসিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। নোমানী অনলাইন নিউজপোর্টাল শীর্ষ নিউজ,বরিশাল খবরসহ একাধিক অনলাইন গণমাধ্যমে কর্মরত।
নোমানী সাংবাদিকতার পাশা পাশি একইসাথে একজন কলামিষ্ট, লেখক, সমাজ সেবক এবং জনপ্রিয় মুখ। এফ এফ এল বিডি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি সাংবাদিকতা তথা মিডিয়া অঙ্গনে পরিচিত একটি মুখ ।