আওয়ামী লীগের তপন এখন বিএনপি নেতা ! আওয়ামী লীগের তপন এখন বিএনপি নেতা ! - ajkerparibartan.com
আওয়ামী লীগের তপন এখন বিএনপি নেতা !

4:15 pm , June 30, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ ছিলেন আওয়ামী লীগে, এখন বিএনপি নেতা। সরকার পরিবর্তনের পর এখন জাতীয়তাবাদী দল বিএনপির নলুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটির সভাপতির দাবিদার তপন মৃধা। এনিয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। তপন মৃথা নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামের মৃত সালাম মৃধা ওরফে গণি মৃধার ছেলে।
এ ব্যাপারে তপন মৃধা বলেন, আওয়ামী লীগের কমিটির কোনো পদে ছিলাম না। তবে পারভীন তালুকদারের ছেলে রাজিব তালুকদারের নির্বাচন করেছি। সে আমাদের ইউনিয়নের ছেলে। এছাড়া আর কিছু না। আমি ও আমার পরিবার সারাজীবন বিএনপির রাজনীতির সাথে জড়িত।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি বাকেরগঞ্জ কলেজর সাবেক এজিএস মাসুদ আলম খান বলেন, তপন মৃধা ওই সময় নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাথে জড়িত থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব:) আবদুল হাফিজ মল্লিক ও সাবেক এমপি পারভীন তালুকদারের ছেলে রাজিব তালুকদারের একনিষ্ঠ কর্মী  ছিলেন। আমাদের সঙ্গে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন । এখন তিনি যদি অন্য দল করেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।
নলুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হাওলাদার বলেন, তপন যে বিএনপির রাজনীতি করতেন, তার প্রমাণ চাইবো। দীর্ঘ ১৭ বছরে তাকে বিএনপির কোন মিছিল মিটিংয়ে দেখা যায়নি । এখন তিনি নিজেকে যদি বিএনপির ত্যাগী নেতা দাবি করে ওয়ার্ড বিএনপির সভাপতি হতে চায় সেটা কি করে সম্ভব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT