3:01 pm , April 8, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মাকসুদা বেগম (১৮) নামে এক সন্তানের জননী নিহত হয়েছেন। মাকসুদা বেগমের আড়াই বছরের শিশু কন্যা হুমায়রা এবং অপর যাত্রী মানিক শরিফ, খাদিজা বেগম ও জয়নাল আবেদীন আহত হয়েছেন। গুরুতর আহত মানিক শরীফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাকসুদা পাশর্^বর্তী ভান্ডারিয়া থানার হরিণপালা গ্রামের দিনমজুর হাসান মিয়ার স্ত্রী।
নিহতের মামা নজরুল ইসলাম বলেন, মাকসুদার বোন জামাই হোসেন আলী ডায়রিয়ায় আক্রান্ত হলে সোমবার রাতে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মাকসুদা স্বজনদের সাথে বোন জামাইকে দেখতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে মঠবাড়িয়া-চরখালী সড়কের মাঝেরপুল এলাকার ইউসুফ আলী ফরাজী বাড়ির সম্মুখ সড়কে তুষখালী থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের বহনকৃত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মাকসুদা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মাকসুদার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।