বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত - ajkerparibartan.com
বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত

5:15 pm , March 27, 2025

বালুমহলের ইজারা নিয়ে সেনা সদস্যকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক ॥ গত ২৪ মার্চ বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বালুমহলের ইজারাকে কেন্দ্র করে সেনা সদস্যকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত করা হয়েছে। যাদের পদ স্থগিত করা হয়েছে তারা হলেন : মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মশিউর রহমান মঞ্জু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কামরুল আহসান, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি নূর হোসেন সুজন, মহানগর মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সম্পাদক ফরিদা বেগম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ইমরান খন্দকার, মো: জাহিদ, রুবেল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT