নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ - ajkerparibartan.com
নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

4:02 pm , January 10, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছেন । শুক্রবার সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এ লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুসহ স্থানীয় নেতারা। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশে গণতন্ত্র কায়েম হয়েছে দেখতে চান তারা। আর কখনোই ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT