4:02 pm , January 10, 2025
![](https://ajkerparibartan.com/wp-content/uploads/2022/11/map.jpg)
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছেন । শুক্রবার সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এ লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুসহ স্থানীয় নেতারা। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশে গণতন্ত্র কায়েম হয়েছে দেখতে চান তারা। আর কখনোই ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।