নজমুল হোসেন আকাশ ‘কবাট বিহীন’ ঘরে নজমুল হোসেন আকাশ ‘কবাট বিহীন’ ঘরে - ajkerparibartan.com
নজমুল হোসেন আকাশ ‘কবাট বিহীন’ ঘরে

4:13 pm , January 7, 2025

মুকুল দাস
দুপুর বেলায় ঘুমিয়ে ছিলাম। এমন সময় ফোন বেজে উঠলো। আকাশ রচিত ‘সখিনা’ নাটকের টেনু চরিত্রে অভিনয়কারী শিল্পী আজমল হোসেন লাবু আকাশের মৃত্যু সংবাদ জানালো। বিশ্বাস করতে পার ছিলাম না। নজমুল হোসেন আকাশ কবি, নাট্যকার ও শিশু সংগঠক। জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের মাধ্যমে আকাশের পরিচিতি গড়ে ওঠে। ‘মুক্ত বিহঙ্গঁ’ খেলাঘর আসর এর সংগঠক পরবর্তী কালে খেলাঘর জেলা কমিটির সাধারন সম্পাদক। সেই সময় আমিও ঢাকায় কেন্দ্রীয় খেলাঘর আসরে সঙ্গীত বিভাগে কাজ করতাম। উনআশির খেলাঘর এর জাতীয় সম্মেলনে সাংস্কৃতিক উপপরিষদের সদস্য হিসেবে সেলিম রেজা ও আমি টি.এস.সি মঞ্চে ১৮০ জন ভাইবোনের সমন্বয়ে সম্মেলক গান পরিবেশনায় নেতৃত্ব দিয়েছিলাম। ৮০ সালে বরিশাল এসে আবার যুক্ত হই খেলাঘরের সাথে। এই সময় আকাশের সাথে হৃদ্যতা গড়ে ওঠে। বরিশালে খেলাঘরের গানের প্রবর্তক হিসেবে আমি নিজেকে দাবি করতে পারি। একবার শায়েস্তাবাদে ‘মুক্তাকাশ’ নামের একটি আসরে আকাশ আমাকে নিয়ে যায়। সেখানে ‘আই লাভ দ্যা মাউন্টেন, আই লাভ দ্যা রোলিং হিল সং’ গানটা শিখিয়েছিলাম। এই ভাবে বরিশালে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলাঘর আসরগুলোতে কোরাস গান শেখাতাম। আরেকবার কাউখালী সূর্যোদয় খেলাঘর আসরের সম্মেলনে আকাশকে নিয়ে যাই। পিরোজপুর জেলার সভাপতি নাসিরুদ্দীন খান ও সম্পাদক দেবাশিস গুহ এসেছে। বরিশাল থেকে আমি ও আকাশ। সম্পাদক পদে দু’জন প্রতিদ্বন্দ্বী। রাত তিনটে পর্যন্ত সাবজেক্ট কমিটির মিটিং। কিন্তু সমাধানে আসতে না পেরে কমিটি না করেই নাসির ও দেবাশিস ফিরে যায় পিরোজপুরে। আমি আর আকাশ বরিশাল ফিরে আসি। এরপর আকাশকে আমরা আবিষ্কার করি একজন কবি হিসেবে। এই তো তোমার ভিতর আমি তবুও ‘নিসঙ্গঁ নিসর্গে’ বরিশাল নাটকের নিজস্ব নাট্যকার আকাশ ‘সখিনা’ নাটকটি রচনা করে নাট্যকার হিসেবে নাম লেখায়। নাটকটি ওর কর্মস্থল মেহেন্দিগঞ্জে মঞ্চস্থ হয়েছিল বরিশাল নাটকের প্রযোজনায়। এই নাটকের নাট্য সমালোচনা লিখতে গিয়ে শিরোনাম দিয়েছিলাম। ‘সখিনা মেহেন্দিগঞ্জের’, এছাড়া সৈয়দ ওয়ালীউল্লাহ’র ‘লাল সালু’-র নাট্যরূপ দিয়েছিল। যেটি উদীচীয় প্রযোজনায় বিটিভি সম্প্রচার করে। একবার আকাশ ওর আর.সি কলেজে গান গাওয়ার জন্য আমাকে সস্ত্রীক আমন্ত্রন জানায়। সাথে আকাশের গায়িকা শ্যালিকা কহিনুরও গিয়েছিল। আমাদের দু’জনকে রেখেছিলো আকাশের কলিগ পার্থ সরকারের বাসায়। দুপুরে আকাশের হোস্টেলে ভাত খেয়ে লঞ্চের অপেক্ষা করছি। এমন সময় আমার বেয়াই অজয় গুহ এসে বলে তাপুদিকে নিয়ে আমার বাসায় খেতে হবে। বললাম খাওয়া শেষ। লঞ্চের ভেঁপু বাজছে। পরের বারে এসে খাবো। নাট্যজন সৈয়দ দুলাল তার ‘আনন্দ লিখন’ পত্রিকায় বরিশালের ভাষা সংগ্রামীদের ওপর একটা সংখ্যা বের করার উদ্যোগ নেয়। আমার ওপর দায়িত্ব দেয়, সাথে আকাশও। এভাবে জাহিদ হোসেন জাহাঙ্গীর, হোসনে আরা নিরু, মোশাররফ হোসেন নান্নু, এম.এ গফুর, মোশাররফ হোসেন মোচন, রানী ভট্রাচার্য, নিখিল সেন এবং হোসেন আলী। আকাশ কিছুতেই ওর বাবার সাক্ষাৎকার নিতে চাইছিলোনা। যার জন্য আমাকেই হোসেন আলী স্যারের সাক্ষাৎকার নিতে হয়েছে। আকাশের গুনের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কার পেয়েছে। সদ্য প্রয়াত নজমুল হোসেন আকাশ বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এবং জাতীয় কবিতা পরিষদ বরিশালের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আকাশের মৃত্যুতে বরিশালের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অপূরনীয় ক্ষতি হল, যা কোনদিন পূরন হবার নয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT