মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরীর মায়ের ইন্তেকাল মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরীর মায়ের ইন্তেকাল - ajkerparibartan.com
মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরীর মায়ের ইন্তেকাল

4:11 pm , January 7, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিশিষ্ট মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরীর মা জাহানারা চৌধুরী ১০০ বছর বয়সে গতকাল দুপুরে প্যারা সড়কের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা নগরীর বাইতুল মোকাররম মসজিদের সামনে নামাজের জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, এ্যাড. আলী হায়দার বাবুল, আনোয়ারুল হক তারিন প্রমূখ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT