3:36 pm , January 7, 2025
চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে মতিন দেওয়ান (৬০) নামে এক পানচাষীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজস্ব পানের বরজ থেকে মতিনের মরদেহ উদ্ধার করে শশীভূষণ থানা পুলিশ।
নিহত মতিন দেওয়ান ওই ওয়ার্ডের মৃত জালাল আহমেদ দেওয়ানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সন্ধ্যায় এলাকার একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন মতিন দেওয়ান। ওয়াজ শেষে বাড়ী না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোররাতে বাড়ীর পাশে মতিন দেওয়ানের নিজস্ব পানের বরজে তার বড় ছেলে আবুল বাশার বাবার মরহেদ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের ছেলে আবুল বাশার বলেন, আমার বাবার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই।