২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা গ্রেফতার ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা গ্রেফতার - ajkerparibartan.com
২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা গ্রেফতার

3:21 pm , January 7, 2025

নিজেস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদাকে গতকাল দুপুর ২ টার দিকে নগরীর সদর রোড এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
জানা যায়, নাজমুল হুদা গত ১৯ জুলাই সিএন্ডবি রোডে অনুষ্ঠিত বিএনপির শোক র‌্যালী তে হামলা এবং ৪ আগষ্ট বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ বিস্ফোরণ ঘটানোর পৃথক ২ টি মামলায় এজাহার ভূক্ত আসামী তিনি। এজন্য তাকে গ্রেফতার করে আদালতে পেশ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
তবে নাজমুল হুদার পরিবারের দাবী, তিনি কোনো সন্ত্রাসী কর্মকা-ের সাথে লিপ্ত নন এবং এ বিষয়ে কোনো সাক্ষ্য বা প্রমান নেই তার বিরুদ্ধে, মুলত তিনি আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তাকে বেকায়দায় ফেলা এবং হয়রানি করবার জন্যই তাকে এই মিথ্যা মামলায় দেওয়া হয়েছে। বিকালে আদালতে প্রেরন করা হলে বিচারক জেল হাজতে প্রেরনের নিদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT