3:20 pm , January 7, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ সৌদি আরবে ভালো চাকরি দেবার কথা বলে মনির তালুকদার নামে এক যুবককে বিদেশে পাচার করায় চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এফ আই আর করার নির্দেশ দিয়েছেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছে গৌরনদী থানার পূর্ব ডুমুরিয়া গ্রামের মোঃ মনির ফকির, দোহাই ফকির, শম্পা বেগম,জাহানারা বেগম। মঙ্গলবার বরিশালের মানব পাচার ট্রাইবুনালে মামলা দায়ের করেন গৌরনদী থানার পূর্ব ডুমুরিয়া গ্রামের মোঃ মনির তালুকদার। ওই আদালতের বিচারক মোঃ সোহেল আহমেদ মামলাটি আমলে নিয়ে গৌণদী থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন। বাদি মামলায় উল্লেখ করেন আসামিরা ভাল চাকুরি দেবার কথা বলে ২০২৪ সালের তিন মার্চ বাদীর কাছ থেকে তিন লাখ টাকা গ্রহণ করে । এরপর ২০২৪ সালের ৬ এপ্রিল বাদি সৌদি আরব পাঠিয়ে দেয়। এরপর সেখানে আটকে রেখে বাদিকে মারধর করে। পরে সৌদি পুলিশের সহযোগিতায় বাদি বাংলাদেশে ফিরে আসে। মঙ্গলবার বাদি মামলা করলে বিচারক উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছে ওই আদালতের বেঞ্চ সহকারি মোঃ তুহিন মোল্লা।