3:20 pm , January 7, 2025
ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জিয়া উদ্দীন বাবু ॥ অপহরণ এবং ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন- বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া গ্রামের হারুন মোল্লা। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি আজিবর রহমান। তিনি জানান, ২০১৮ সালের ১৩ মে বিকেলে বাদির কন্যা নাসরিন আকতারকে অপহরণ করে নিয়ে যায়। বাদির কন্যা বাকেরগঞ্জের চরামদ্দি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। জোরপূর্বক অপহরণের পর আসামি হারুন মোল্লা একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদি হয়ে ২০১৮ সালের ১৩মে বাকেরগঞ্জ থানায় অপহরণ এবং ধর্ষণ মামলা দায়ের করেন। একই বছরের ১৩ জুলাই বাকেরগঞ্জ থানা পুলিশ মামলার চার্জশিট প্রদান করে। আদালত ৮জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি কে ৭ ধারায় ১৪ বছর কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।