3:18 pm , January 7, 2025
পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়ন সভাপতি নূর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি’র ভারপ্রাপ্ত সচিব রুম্পা সিকদার। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সভাপতি সালাউদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মানিকসহ কর্মচারী ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।নেতৃবৃন্দরা এসময় জানান, এই শীতে অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ শুধু মাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।তাই বরিশাল সিটি করপোরেশনের গরীব অসহায় কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ ১২০ জনের মাঝে এ কম্বল বিতরণ করা হয় পর্যায়ক্রমে আরো সবার মাঝে দিতে পারি।