জুলাই বিপ্লবের তিন কন্যা পেলো নায়িকা উপাধি জুলাই বিপ্লবের তিন কন্যা পেলো নায়িকা উপাধি - ajkerparibartan.com
জুলাই বিপ্লবের তিন কন্যা পেলো নায়িকা উপাধি

4:18 pm , January 2, 2025

বিশেষ প্রতিবেদক ॥ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার।। কিম্বা কোটা না মেধা! মেধা মেধা..দিয়েছিতো রক্ত আরো দেব রক্ত… ইত্যাদি শ্লোগানে নগরীর অলিগলি মুখরিত করা তিন কন্যাকে জুলাই বিপ্লবের নায়িকা উপাধি দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। এদের একজন শ্লোগানে, একজন গ্রাফিতি আর একজনকে সম্মুখযোদ্ধা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন। এর আগে বরিশালের বেলসপার্ক থেকে সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার – এই স্লোগান নিয়ে সকাল ১০ টায় বের হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়। বরিশাল জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এর আয়োজন করে। নগরীর বেলসপর্কে বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবসের সূচনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। এরপর ছিলো মুক্তআড্ডা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশালের পরিচালক  শাহ মো: রফিকুল ইসলাম, সিভিল সার্জন মারিয়া হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর এর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, হুইলচেয়ার বিতরণ করা হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বরিশালের শিল্পীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT