3:34 pm , December 30, 2024
জুবায়ের হোসেন ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ৬টি এলইডি মনিটরের ৫টি বর্তমানে অকেজো হওয়ায় এবার একসাথে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। গতকাল ফরচুন বরিশাল বনাম রাজশাহী রয়্যালস এর উদ্বোধনী খেলার মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএল-২০২৪ এর আসর। বিগত দিনে নগরীর বেলসপার্ক, এ্যানেক্স ভবন সহ বিবির পুকুর পাড়ের মত জনবহুল স্থানগুলোতে থাকা বিসিসির এলইডি মনিটরে দেখানো হতো ফরচুন বরিশালের ম্যাচগুলো। উৎসবমুখর পরিবেশে নগরবাসী উপভোগ করতেন খেলা। তবে বর্তমানে প্রায় সবগুলো মনিটর অকেজো থাকায় এবার আর জনবহুল স্থানে খেলা দেখানো হচ্ছেনা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী। দীর্ঘদিন অকেজো থাকার পরেও মনিটরগুলো সচল করার উদ্যোগ না নেওয়ায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন তারা।
জানা গেছে, ২০১৯ সালে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীর রুপাতলী, নথুল্লাবাদ, বিবির পুকুর পাড়, এ্যানেক্স ভবন, বেলস পার্ক এবং নগর ভবনে এলইডি মনিটর স্থাপন করে। এরপর থেকে দুই বছর এই মনিটরগুলোর মাধ্যমে বিসিসির বিভিন্ন প্রচারনা ও অনুষ্ঠান দেখানো হতো। জনবহুল স্থানের এই মনিটরগুলো নগরবাসীর নজরও কেড়েছিল। এর বিশেষ আকর্ষণ ছিল প্রতিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ চালাকালীন সময়ে ফরচুন বরিশালের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার। হাজার হাজার মানুষ জড়ো হয়ে একসাথে খেলা উপভোগ করতেন। তবে স্থাপনের দুই-তিন বছরের মাথায় তদারকির অভাবে মনিটরগুলো একে একে বিকল হতে শুরু করে। পরবর্তীতে যা আর ঠিক করা হয়নি। সর্বশেষ ঘূর্নিঝড় রিমালে একটি এবং ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর এ্যানেক্স ভবনের মনিটরটিও পুড়ে নষ্ট হয়ে যায়। ৬টির মধ্যে এখন একমাত্র নগর ভবনের মনিটরটি অবশিষ্ট রয়েছে। সেটিও বর্তমানে ত্রুটিপূর্ণ। যেকোন সময় নষ্ট হতে পারে বলে স্বীকার করেছে বিসিসি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার প্রধান ওয়াহিদ মুরাদ বলেন, স্থাপনের পর বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে একের পর এক বিকল হয়েছে এই মনিটরগুলো। এগুলো ঠিক করার কোন পদক্ষেপ নেওয়া হয়নি এর আগে। ভবিষ্যতে ঠিক করা হবে কিনা তাও নিশ্চিত করে বলতে পারছিনা। যদি প্রধান নির্বাহী কর্মকর্তা নির্দেশনা দেন তবে বিষয়টি দেখা হবে।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, বরিশালের সাধারন মানুষ জনবহুল স্থানে বড় মনিটরে দেখানো এই খেলা বেশ উপভোগ করেছে বিগত দিনে। খেলার দিনে এক রকমের উৎসবমুখর পরিবেশ বিরাজ করতো। এখন তারা বঞ্চিত হবে একসাথে খেলা দেখার আনন্দ থেকে। আমি মনে করি নগরবাসীর বিনোদনের স্বার্থে মনিটরগুলো ঠিক করা উচিৎ।