ঝালকাঠিতে কৃষকদলের সমাবেশ ঝালকাঠিতে কৃষকদলের সমাবেশ - ajkerparibartan.com
ঝালকাঠিতে কৃষকদলের সমাবেশ

3:10 pm , December 27, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিনয়কাঠি ইউনিয়নের হাজেরা খাতুন বালিকা বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল বিনয়কাঠি শাখা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম মহসিন আলম বলেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শাসন আমলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে খালকাটা কর্মসূচির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৪ বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন ১০টি দেশের মধ্যে অষ্টম স্থানে রেখেছে।
বিনয়কাঠী ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, উপজেলা বিএনপি সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাফিজ মল্লিকসহ আরো অনেকে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT