ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না – ডাঃ শফিকুর রহমান ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না - ডাঃ শফিকুর রহমান - ajkerparibartan.com
ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না – ডাঃ শফিকুর রহমান

4:52 pm , December 1, 2024

বিশেষ প্রতিবেদক ॥ ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আকাশের কালো মেঘ পুরোপুরি কেটে যায়নি। কালো শকুনেরা এখনো থাবা মারার চেষ্টা করছে। তবে মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলতে পারি জীবন দেব, তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না। ১ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৯ টায় বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আয়োজিত পথসভায় তিনি এ বক্তব্য রাখেন। এসময় জামায়াতের আমির বলেন, যে জাতি ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে সে জাতিকে পরাজিত কেউ করতে পারে না। আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আগামীতে যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর ওপর ভরসা রেখে তা মোকাবিলা করব। আমরা দারুন আশাবাদী যে, আগামীতে একটি সোনালী বাংলাদেশ গঠন করা যাবে।
তিনি বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর মানুষ যখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে তখন এই শান্তি আবার কেড়ে নেওয়ার জন্য দফায় দফায় আমাদের ওপর হামলা চলছে এই দেশের ভিতরে।
তিনি বলেন, জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে তাদেরকে সম্পদ মনে করতে পারলে আমরা জনগণের অংশ হয়ে জনগণের মুক্তির জন্য যদি লড়াই অব্যাহত রাখতে পারি, তাহলে জনতার মুক্তি আসবে। সেই মুক্তির লড়াইয়ে আপনাদের প্রস্তুত হওয়ার জন্য নিজের নৈতিক মান, জাগতিক মান উন্নত করার জন্য এবং আরও বড় ত্যাগের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি আর হবে না। দখলদারি হবে না। মানুষের ওপর মানুষের কোনো জুলুম বরদাস্ত করা হবে না। সবাইকে মানবিক মর্যাদা দিতে হবে। একজন পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই মানুষের মর্যাদা পাবেন। আমরা কারও শিক্ষা কিংবা পেশা দেখব না। আমরা দেখব আল্লাহর সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত। সেভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে, ভালোবাসবে।’
মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ঢাকা মহানগর দক্ষিণ সেক্টেটারি জেনারেল এবং বরিশাল বিএম কলেজের সাবেক জিএস শেখ নেয়ামুল করিম।
আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েব আমীর হোসাইন ইবনে আহমেদ এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল,শামীম কবির, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,মোয়াজ্জেম হোসেন হাওলাদার, অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ।
পথসভা শুরুর আগে উপস্থিত হাজারো জনতাকে উদ্বুদ্ধ ও উৎফুল্ল রাখতে সংগীত পরিবেশন করেন হেরা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT