কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার - ajkerparibartan.com
কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার

3:14 pm , May 10, 2024

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী। উপজেলার আমড়াজুরী ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দত্তেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের   সামনের খালের উপর ঝুঁকিপূর্ণ সাঁকো থাকায় এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।  স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সেতুগুলো সংস্কার না করায় দিন দিন  সেতুগুলো ভেঙ্গে পড়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা সহ জীবনহানির আশঙ্কা রয়েছে। দত্তেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিয়া আক্তার জানায়, একা ঝুঁকিপূর্ণ সেতু পার হতে তার ভয় লাগে। বাবা-মা তাকে বিদ্যালয় নিয়ে আসে। জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর সিকদার বলেন, আমি দীর্ঘদিন এই বিদ্যালয়ে আছি। সেতুটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। আমাদের ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে। অনেক সময় আমাদের নিজেদেরকে ছাত্রছাত্রীদের সাঁকো পারাপারে সহযোগিতা করতে হয়। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গায়েত্রী মুখোপাধ্যায় বলেন, জোয়ারের সময় খালে পানি বেশি আসায় আমরা ছাত্র-ছাত্রী নিয়ে টেনশনে থাকি। তখন সেতু পারাপার খুবই ঝুঁকিপূর্ণ।  ছাত্র-ছাত্রীদের অভিভাবক অনিল হালদার ও আব্দুল জব্বার বলেন, আমাদের কোমলমতি ছেলেমেয়েদের বিদ্যালে য় পাঠাতে ভয় লাগছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, বিদ্যালয়ের সামনের সাঁকোগুলো সংস্কার করা দরকার। কারণ অনেক ছাত্রছাত্রীরা সাঁতার জানে না, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।আমড়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বলেন, আমি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর তালিকা তৈরি করে উপজেলা পরিষদের সমন্বয়ে মিটিং এ উপস্থাপন করব এবং ঝুঁকিপূর্ণ সেতুগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে উপজেলার ঝুঁকিপূর্ণ সেতুগুলোর তালিকা পেলে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT