হিজলা উপজেলা পরিষদ নির্বাচন ভাই-ভাই বনাম চাচা-ভাতিজার লড়াই হিজলা উপজেলা পরিষদ নির্বাচন ভাই-ভাই বনাম চাচা-ভাতিজার লড়াই - ajkerparibartan.com
হিজলা উপজেলা পরিষদ নির্বাচন ভাই-ভাই বনাম চাচা-ভাতিজার লড়াই

4:38 pm , May 8, 2024

হিজলা প্রতিবেদক ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বরিশালের হিজলায় আপন দুই ভাই ও চাচা-ভাতিজা ভোট যুদ্ধে নেমেছেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার মটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার আপন ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। দিপু সিকদার গত ৬ মাস ধরে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালীর ছেলে নজরুল ইসলাম রাজু ঢালী স্থানীয় এমপি পংকজ নাথের অনুসারীদের নিয়ে চিংড়ি মাছ প্রতীকে নির্বাচনী প্রচারনা করছেন। নজরুল ইসলাম ঢালীর আপন চাচা মোঃ দেলোয়ার হোসেন ফারুক ঢালী আনারস প্রতীকে নির্বাচন করছেন।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট হাফিজুর রহমান মাহমুদ হেলিকপ্টার প্রতীক নিয়ে লড়াই করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এমপি পংকজ নাথ অনুসারী ৩ জন প্রার্থী। তারা হলেন : সাবেক ছাত্রলীগ নেতা এস এম লোকমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান শান্ত,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক সরদার। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন এর ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মাহিম নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম তুহিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT