4:37 pm , May 8, 2024

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ৮ মে বুধবার সকালে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ উপজেলা কৃষি হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার সোমা রাণী দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ হারুন অর রশিদ, কৃষিবিদ আব্দুল আল মামুন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।