মসজিদের বেতন চাওয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, আহত ৮ মসজিদের বেতন চাওয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, আহত ৮ - ajkerparibartan.com
মসজিদের বেতন চাওয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, আহত ৮

4:03 pm , March 29, 2024

মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদের মাসিক বেতন চাওয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের এলাকায় এই ঘটনা ঘটে। ওই গ্রামের আলী খাঁর হাট জামে মসজিদের মুসুল্লির কাছে বকেয়া বেতন চাওয়ায় আন্ধারমানিক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল ইসলামের নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি করেছেন আহতরা। এসময় বজলুর রহমান, বাহাউদ্দীন, মোদাচ্ছের হোসেন, সিরাজুল ইসলাম বেপারী, জিসান বেপারীসহ কমপক্ষে ৮জন আহত হয়েছেন। এদের মধ্যে বাহাউদ্দীন মিয়া, বজলুর রহমান এবং জিসানকে বরিশাল পাঠানো হয়েছে। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত মোদাচ্ছের হোসেন জানান, তাঁর ভাই রাকিব হোসেন আলী খাঁর হাট জামে মসজিদের মুসুল্লিদের বেতন উঠানোর দায়িত্বে রয়েছেন। কাদিরাবাদ গ্রামের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বেপারীর কাছে ২০২৩ সালের সাত মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন উঠানোর জন্য শুক্রবার জুম্মার নামাজের সময় আলোচনা হয়। রাকিব হোসেন নামাজের পর সিরাজ বেপারীর বাড়িতে গিয়ে বেতন দেওয়ার অনুরোধ করেন। এতে সিরাজ  ক্ষিপ্ত হয়ে রাকিবকে গালমন্দ করে। এক পর্যায়ে রাকিবের সঙ্গে সিরাজ ও তার ছেলে জিসানের হাতাহাতি হয়। পরে সিরাজ তার জামাতা আন্ধারমানিক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল ইসলামকে খবর দেন।
মাঈনুল লোকজন নিয়ে বিকেল ৩টার দিকে রাকিবের বাড়িতে হামলা চালায়। এসময় রাকিব বাড়িতে না থাকায় মাঈনুল ক্ষিপ্ত হয়ে তার ভাই বজলুর রহমান, মোদাচ্ছের হোসেন এবং চাচা বাহাউদ্দীন মিয়াকে কুপিয়ে জখম করে। তাদের রক্ষা করতে গিয়ে বাড়ির আরও ২জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিকেলে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাহাউদ্দীন মিয়া ও বজলুর রহমানকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘আমার কাছে মসজিদের বেতন বকেয়া না থাকা সত্ত্বেও রাকিব বিবাদে জড়িয়েছেন। পরে রাকিব লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে আমাকে এবং আমার ছেলে গাবতলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জিসানকে কুপিয়ে আহত করেছে। গুরুত্বর আহত জিসানকে বরিশাল পাঠানো হয়েছে।’
এব্যাপারে যুবলীগ নেতা মাঈনুল ইসলাম হামলার কথা অস্বীকার বলে বলেন, শ্বশুর ও শ্যালকের ওপর হামলার কথা শুনে তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। ওই সময় রাকিবের লোকজন আমাকেও মারধর করে আহত করেছে। বর্তমানে আমি হিজলা হাসপাতালে ভর্তি হয়েছি।’
এব্যাপারে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT