অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো -পুলিশ কমিশনার অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো -পুলিশ কমিশনার - ajkerparibartan.com
অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো -পুলিশ কমিশনার

3:53 pm , March 13, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেছেন, আমি আপনাদের কাছ থেকে আপনাদের সমস্যার কথা জানতে চাই, আপনাদের সমস্যার কথা শুনতে চাই। আমরা নগরীর সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে শান্তিতে রাখতে বদ্ধপরিকর। যদিও আমরা এ লক্ষ্যে পূরনে কাজ করে যাচ্ছি। তবুও এটা আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য আপনাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। বুধবার বেলা ১১ টায় কোতোয়ালি মডেল থানায় অনুষ্ঠিত মাসিক ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে জনগণের কাছে জবাবদিহিতা করা যেকোনো শ্রেণী পেশার জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। বুকে সৎ সাহস আছে বলেই আমরা ওপেন হাউজ ডে’র মত এমন একটি জবাবদিহিতামূলক চ্যালেঞ্জিং প্লাটফর্মের আয়োজন করেছি। সৎ সাহস না থাকলে এ ধরনের একটি জবাবদিহিতামূলক অনুষ্ঠান আয়োজন করা যায় না। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা-বিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার ) প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) নাফিছুর রহমান, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা এটিএম আরিচুল হক সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT