আজ থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির রমজানের বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম আজ থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির রমজানের বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম - ajkerparibartan.com
আজ থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির রমজানের বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম

3:38 pm , March 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আজ থেকে নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। টিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে এটি রমজান উপলক্ষে বিশেষ কার্যক্রম। কারণ এই রমজানে একমাসের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুইবার পণ্য বিতরণ করবে টিসিবি। বিগত সময়ে তেল,মশুর ডাল ও চাল থাকলেও এবার রমজানের পণ্য হিসাবে যুক্ত হয়েছে ছোলা বুট। বরিশাল টিসিবির আঞ্চলিক সহকারী পরিচালক শতদল মন্ডল বলেন, রমজানের পণ্য বিতরণ করার জন্য ফেব্রুয়ারী মাসের পণ্য দেওয়া সম্ভব হয়নি। তাই এই মাসে দুবার পণ্য দেওয়া হবে। বিগত মাসের তিনটি পণ্যের সাথে এবার ছোলা বুট যুক্ত হয়েছে। রমজানে পরের ধাপে যে পণ্য দেওয়া হবে সেখানে এই চারটি পণ্যের সাথে পেঁয়াজ ও চিনি যুক্ত হতে পারে। টিসিবির তথ্য অনুযায়ী ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা এবং ৫ কেজি চাল কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, ছোলা ৫৫ টাকা ও চাল ৩০ টাকায় পাওয়া যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT