3:35 pm , March 8, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংস্থা যৌথভাবে এসকল অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে নগরের শহিদ মিনার থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে এসে শেষ হয়। জেলা প্রশাসক শহিদুল ইসলাম র্যালিতে নেতৃত্ব দেন।
র্যালি শেষে সার্কিট হাউজ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
বিভাগীয় কমিশনার বলেন, বৈষম্য আছে তবে আগের তুলনায় কমে আসছে। ঘরে-বাইরে নিরাপদ থাকতে হলে নারীদের যোগ্যতা দিয়ে এগিয়ে আসতে হবে। তাদের অবস্থান যোগ্যতা দিয়ে তৈরি করে নিতে হবে। নারীরা পারবেন না এমন কথা বলা যাবে না। দেশের সকল আন্দোলন সংগ্রামে নারীদের অবদান রয়েছে।
এসময় উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ জুলফিকার আলী হায়দার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা বক্তৃতা করেন।