- ajkerparibartan.com

4:11 pm , March 4, 2024

অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন এর মাধ্যমে এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরী করা সম্ভব।এরই ধারাবাহিকতায় ২০১৯ থেকে এখন পর্যন্ত অপ্রাতিষ্ঠানিক,মাঠ পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নারীদের নিয়ে কাজ করে আসছে( EWDS) বা এহসান উইমেন ডেভেলপমেন্ট সোসাইটি। অনুষ্ঠানে EWDS এর সভানেত্রী শরীফা ইশরাত জাহান সাদিয়া বলেন নারীদের কর্মসংস্থান ও ক্ষুদ্র ঋন সহায়তার পাশাপাশি আমরা নারীদের স্বাস্থ্য সেবার দিকে এখন যথেষ্ট মনোযোগী হয়েছি, কারন একজন নারীর সুস্থতার উপর একটি পরিবার এর সুস্থতা নির্ভর করে। গতকাল রাজধানীর বসুন্ধরার আরমানি লাউঞ্জে সিওক হেলথ কেয়ার এর সহযোগিতায় কলকাতার বিখ্যাত cardle fertility center সাথে একটি MOU চুক্তি সাক্ষরিত হয়,যার মাধ্যমে EWDS এর আওতাধীন সকল উদ্যোক্তা নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। উক্ত অনুষ্ঠানে সিওক এর মার্কেটিংয়ের প্রধান ফারহানা তুলি, কলকাতা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তার ও EWDS এর সদস্যরা উপস্থিত ছিলেন -পরিবর্তন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT