কাজী বাবুলের দাফন সম্পন্ন কাজী বাবুলের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
কাজী বাবুলের দাফন সম্পন্ন

3:33 pm , March 3, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাশিপুর কাজী বাড়ী মসজিদে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
মরহুমের জানাজা নামাজে অংশ নেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নেতা এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য এমএম আমজাদ হোসাইন, মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সৈয়দ দুলাল, বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনসহ বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজার পূর্বে মরহুম কাজী বাবুলের শ্যালক কাজী আল মামুন ও বড় ছেলে কাজী আব্দুল্লাহ আল রাসেল বক্তব্য রাখেন। উভয়ে মরহুম কাজী বাবুলের কর্মময় জীবনী তুলে ধরে সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানাজার নামাজের ইমামতি করেন নেছারাবাদের হুজুর মাওলানা খলিলুর রহমান। আগামী মঙ্গলবার বাদ আছর মরহুমের জন্য দোয়া মোনাজাতে শরিক হওয়ার আহবান জানিয়েছেন কাজী আব্দুল্লাহ আল রাসেল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT